ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোথায় শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার পাওয়া গেছে?
ক. উয়ারী-বটেশ্বরে খ. মহেঞ্জোদারোতে
গ. হরপ্পায় ঘ. পুন্ড্রনগরে
সঠিক উত্তর : গ
২. কোন সভ্যতায় আন্তবাণিজ্য ও বহির্বাণিজ্যের ব্যবস্থা বিদ্যমান ছিল?
ক. রোমান খ. মিসরীয়
গ. সিন্ধু ঘ. গ্রিক
সঠিক উত্তর : গ
৩. কোন নগরসভ্যতার অস্তিত্ব ১৭০০ খ্রিষ্টপূর্বাব্দের পর হারিয়ে যায়?
ক. সিন্ধু খ. গ্রিক
গ. রোমান ঘ. মিসরীয়
সঠিক উত্তর : ক
৪. সিন্ধু সভ্যতার বড় নগর ছিল —
i. কোয়েটা
ii. হরপ্পা
iii. মহেঞ্জোদারো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
৫. উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার কোন উপজেলায় অবস্থিত?
ক. শিবপুর খ. মনোহরদী
গ. বেলাব ঘ. পলাশ
সঠিক উত্তর : গ
৬. উয়ারী-বটেশ্বর গ্রামে কত হাজার বছর আগে নগরসভ্যতা গড়ে উঠেছিল?
ক. এক হাজার খ. দুই হাজার
গ. আড়াই হাজার ঘ. তিন হাজার
সঠিক উত্তর : গ
৭. কত বছর আগে মহাস্থানগড় নগরটি গড়ে উঠেছিল?
ক. প্রায় ২৪০০ খ. প্রায় ২৫০০
গ. প্রায় ২৬০০ ঘ. প্রায় ২৭০০
সঠিক উত্তর : ক
৮. মহাস্থানগড় কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. করতোয়া
সঠিক উত্তর : ঘ
৯. মহাস্থানগড়ের পূর্ব নাম কী?
ক. সমতট খ. হরিকেল
গ. পুন্ড্রনগর ঘ. সোনারগাঁ
সঠিক উত্তর : গ
১০. আলেকজান্ডার কানিংহাম কে ছিলেন?
ক. প্রত্নতাত্ত্বিক খ. সমাজবিজ্ঞানী
গ. প্রকৌশলী ঘ. নৃবিজ্ঞানী
সঠিক উত্তর : ক
১১. কোন শাসক পুন্ড্রনগর শাসন করেছেন?
ক. সম্রাট শাহজাহান
খ. সম্রাট চন্দ্রগুপ্ত
গ. রাজা গোপাল
ঘ. সম্রাট অশোক
সঠিক উত্তর : ঘ
১২. কোনটি পুন্ড্রনগরের রাজধানী ছিল?
ক. পুন্ড্রনগর খ. হরিকেল
গ. সমতট ঘ. ময়নামতি
সঠিক উত্তর : ক
১৩. কত শতকে হিউয়েন সাঙ পুন্ড্রনগর পরিদর্শন করেন?
ক. পঞ্চম খ. ষষ্ঠ
গ. সপ্তম ঘ. অষ্টম
সঠিক উত্তর : গ
১৪. হিউয়েন সাঙ পুন্ড্রনগর এলাকায় কয়টি বৌদ্ধবিহার দেখেছিলেন?
ক. ২০ খ. ১৯
গ. ১৮ ঘ. ১৭
সঠিক উত্তর : ক
১৫. ভাসু বিহার মহাস্থানগড় দুর্গনগর থেকে কত কি.মি. দূরে অবস্থিত?
ক. ৫ খ. ৬
গ. ৭ ঘ. ৮
সঠিক উত্তর : খ
১৬. গোবিন্দ ভিটা কোন প্রাচীন নগরসভ্যতার নিদর্শন?
ক. পাহাড়পুর খ. গ্রিক
গ. রোমান ঘ. মহাস্থানগড়
সঠিক উত্তর : ঘ
১৭. মহাস্থানগড় থেকে গোকুল মেধ কত কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত?
ক. ২ খ. ৪
গ. ৬ ঘ. ৮
সঠিক উত্তর : ক
১৮. মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননের ফলে আবিষ্কৃত হয় —
i. ঘরবাড়ি ও মুদ্রা
ii. লিপি ও অলংকার
iii. পোড়ামাটির শিল্পকর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১৯. অধিকাংশ প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
ক. এশিয়া ও আফ্রিকা মহাদেশে
খ. আফ্রিকা ও ইউরোপ মহাদেশে
গ. এশিয়া ও ইউরোপ মহাদেশে
ঘ. এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশে
সঠিক উত্তর : ক
২০. মিসরীয় সভ্যতা কত বছর পূর্বে গড়ে উঠেছিল?
ক. প্রায় ২০০০ খ. প্রায় ৩০০০
গ. প্রায় ৪০০০ ঘ. প্রায় ৫০০০
সঠিক উত্তর : ঘ
২১. মিসরীয় সভ্যতায় রাজাদের কী বলা হতো?
ক. ফারাও খ. শাসক
গ. মন্ত্রী ঘ. ত্রাণকর্তা
সঠিক উত্তর : ক
২২. কারা পিরামিড তৈরি করে?
ক. রোমানরা খ. পারসীয়রা
গ. মিসরীয়রা ঘ. চীনারা
সঠিক উত্তর : গ
২৩. হায়ারোগ্লিফিক লিপি দেখতে কিসের মতো ছিল?
ক. প্রতীকী চিহ্ন খ. মুদ্রা
গ. ছবি ঘ. অলংকার
সঠিক উত্তর : গ
২৪. ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?
ক. সমুদ্রতীরবর্তী ভূমি
খ. নদীতীরবর্তী ভূমি
গ. দুই নদীর মধ্যবর্তী ভূমি
ঘ. উর্বর ভূমি
সঠিক উত্তর : গ
২৫. কোনটি মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা?
ক. সুমেরীয় সভ্যতা
খ. নদীতীরবর্তী ভূমি
গ. দুই নদীর মধ্যবর্তী ভূমি
ঘ. পুরোনো ব্যাবিলনীয় সভ্যতা
সঠিক উত্তর : ক
২৬. সুমেরীয় সভ্যতা খ্রিষ্টপূর্ব কত অব্দে গড়ে উঠেছিল?
ক. ১০০০ অব্দে খ. ২০০০ অব্দে
গ. ৩০০০ অব্দে ঘ. ৪০০০ অব্দে
সঠিক উত্তর : ঘ
২৭. মেসোপটেমিয়াতে কোন লিপির উদ্ভব হয়?
ক. কিউনিফর্ম খ. হায়ারোগ্লিফিক
গ. ব্রাহ্মী ঘ. তাম্র
সঠিক উত্তর : ক
২৮. মেসোপটেমিয়াতে নির্মিত চমৎকার ধর্মমন্দিরকে কী বলা হয়?
ক. জিগুরাত খ. তবিরত
গ. হারিয়াল ঘ. নেজারত
সঠিক উত্তর : ক
২৯. মেসোপটেমীয়রা কোন সভ্যতার রাজা আইন সংকলন তৈরি করেছিল?
ক. পুরোনো ব্যাবিলনীয়
খ. ক্যালডীয়
গ. সুমেরীয়
ঘ. এশিরীয়
সঠিক উত্তর : ক
৩০. রাজা হাম্মুরাবি মেসোপটেমীয় কোন সভ্যতার রাজা ছিলেন?
ক. সুমেরীয়
খ. এসিরীয়
গ. পুরোনো ব্যাবিলনীয়
ঘ. ক্যালডীয়
সঠিক উত্তর : গ
৩১. ক্যালডীয় বা ব্যাবিলন নগরটি কত মাইল দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা ছিল?
ক. ৫৬ খ. ৫৯
গ. ৬০ ঘ. ৬৫
সঠিক উত্তর : ক
৩২. কোনটি মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন বলে তুমি মনে করো?
ক. মূর্তি
খ. দালানকোঠা
গ. দুর্গপ্রাচীর
ঘ. ব্যাবিলনের শূন্য উদ্যান
সঠিক উত্তর : ঘ
৩৩. ব্যাবিলনের শূন্য উদ্যান কোন সভ্যতার নিদর্শন?
ক. পারসীয় খ. মেসোপটেমীয়
গ. চীনা ঘ. মিসরীয়
সঠিক উত্তর : খ
৩৪. খ্রিষ্টপূর্ব কত অব্দে চীনা সভ্যতা গড়ে উঠেছিল?
ক. ১৪০০ খ. ১৬০০
গ. ১৮০০ ঘ. ২০০০
সঠিক উত্তর : ঘ
৩৫. চীনা সভ্যতার সবচেয়ে বিস্ময়কর নিদর্শন কোনটি?
ক. ব্রোঞ্জের শিল্পকর্ম
খ. পাথরের মূর্তি
গ. চীনের মহা প্রাচীর
ঘ. পিরামিড
সঠিক উত্তর : ক
৩৬. ইরানের প্রাচীন নাম কী?
ক. মগধ খ. পুন্ড্র
গ. পারস্য ঘ. হরিকেল
সঠিক উত্তর : গ
৩৭. সম্রাট প্রথম দারিয়ুস কোন সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন?
ক. মিসরীয় খ. রোমানীয়
গ. পারসীয় ঘ. চীনা
সঠিক উত্তর : গ
৩৮. কে পারসীয় রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন?
ক. সম্রাট অশোক
খ. রাজা আকিমেনিস
গ. সম্রাট আকবর
ঘ. সম্রাট প্রথম দারিয়ুস
সঠিক উত্তর : ঘ
৩৯. কোথায় একক কোনো রাজ্য বা সাম্রাজ্য গড়ে ওঠেনি?
ক. রোমে খ. গ্রিসে
গ. চীনে ঘ. ইরানে
সঠিক উত্তর : খ
৪০. গ্রিক সভ্যতার এথেন্সে কোন ধরনের সরকার কাঠামো গড়ে উঠেছিল?
ক. সামরিকতন্ত্র খ. গণতন্ত্র
গ. একনায়কতন্ত্র ঘ. সমাজতন্ত্র
সঠিক উত্তর : খ
৪১. গ্রিক সভ্যতায় স্পার্টায় কোন সরকার কাঠামো গড়ে উঠেছিল?
ক. সমাজতন্ত্র খ. একনায়কতন্ত্র
গ. সামরিকতন্ত্র ঘ. গণতন্ত্র
সঠিক উত্তর : গ
৪২. কারা বিভিন্ন দেশ জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল?
ক. রোমানরা খ. মিসরীয়রা
গ. সুমেরীয়রা ঘ. গ্রিকরা
সঠিক উত্তর : ক
৪৩. পারসীয় সভ্যতায় সম্রাট দারিয়ুসের অবদান ছিল—
i. ডাকব্যবস্থার প্রচলন
ii. যোগাযোগের জন্য সড়ক নির্মাণ
iii. একেশ্বরবাদী ধর্ম প্রচার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৪৪. দ্বিতীয় সভ্যতার বড় নগর ছিল—
i. পাটালিপুত্রে
ii. চম্পা ও অমরাবতীতে
iii. স্বরস্বতী ও হাকরায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৪৫. কত সাল থেকে উয়ারী–বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়?
ক. ২০০০ খ. ২০০২
গ. ২০০৪ ঘ. ২০০৬
সঠিক উত্তর : ক
৪৬. হিউয়েন সাঙ পুন্ড্রনগর এলাকায় কতটি ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন?
ক. ৯৪টি খ. ৯৬টি
গ. ৯৮টি ঘ. ১০০টি
সঠিক উত্তর : ঘ
৪৭. কোন নগরসভ্যতার প্রাচীন বৌদ্ধবিহারগুলোকে আধুনিক কালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়?
ক. উয়ারী–বটেশ্বর খ. ময়নামতি
গ. পাহাড়পুর ঘ. মহাস্থানগড়
সঠিক উত্তর : ঘ
৪৮. মিসরীয় সভ্যতা কোন নদের তীরে গড়ে উঠেছিল?
ক. সিন্ধু খ. নীল
গ. ব্রহ্মপুত্র ঘ. কপোতাক্ষ
সঠিক উত্তর : খ
৪৯. খ্রিষ্টপূর্ব কত অব্দে গ্রিসে সভ্যতা গড়ে উঠেছিল?
ক. ৫০০ অব্দেখ. ৬০০ অব্দে
গ. ৭০০ অব্দে ঘ. ৮০০ অব্দে
সঠিক উত্তর : ঘ
৫০. মেসোপটেমিয়াতে নির্মিত চমৎকার ধর্মমন্দিরকে কী বলা হয়?
ক. জিগুরাত খ. তবিরত
গ. হারিয়াল ঘ. নেজারত
সঠিক উত্তর : ক