পড়াশোনা

এইচএসসি (HSC) অর্থনীতি ২য় পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

1 min read

১. মানবসভ্যতার যাত্রা শুরু হয় কী দিয়ে?

ক. কৃষি খ. জুমচাষ

গ. সুতা বুনন ঘ. কাপড় তৈরি

সঠিক উত্তর : ক

২. কুইনাইন তৈরি হয় কী থেকে?

ক. পেনিসিলিয়াম খ. সিনকোনা

গ. অর্জুন ঘ. ছত্রাক

সঠিক উত্তর : খ

৩. কৃষিতে কয় ধরনের ফসল উৎপাদিত হয়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর : ক

৪. সামাজিক বনায়ন কার্যক্রমের প্রাথমিক সূচনা হয় কত সালে?

ক. ১৯৬৭ খ. ১৯৬৮

গ. ১৯৬৯ ঘ. ১৯৭০

সঠিক উত্তর : ক

৫. স্ট্র মাশরুমের উৎপাদন কখন হয়?

ক. সারা বছর খ. বর্ষাকালে

গ. শীতকালে ঘ. গরমকালে

সঠিক উত্তর : ঘ

৬. সেচের পানির উৎস কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর : ক

৭. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?

ক. কৃষি খ. রেমিট্যান্স

গ. চামড়া ঘ. গার্মেন্টস

সঠিক উত্তর : ক

৮. মধ্যমেয়াদি কৃষিঋণের সময়কাল কত দিন?

ক. ১-৩ বছর খ. ১-৪ বছর

গ. ১-৫ বছর ঘ. ১-৬ বছর

সঠিক উত্তর : গ

৯. সবচেয়ে বেশি মাশরুমের চাষ হয় কোন দেশে?

ক. চীন খ. ভারত

গ. ইতালি ঘ. জাপান

সঠিক উত্তর : ক

১০. মালিকানার ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : খ

১১. যুক্তরাষ্ট্রে আদর্শ খামারের আয়তন কত?

ক. ১২০ একর খ. ১৩০ একর

গ. ১৪০ একর ঘ. ১৫০ একর

সঠিক উত্তর : ঘ

১২. BADC-এর পূর্ণ রূপ কী?

ক. Bangladesh Agriculture Development Corporation.

খ. Bangladesh Agriculture Development Cost.

গ. Bangladesh Agriculture Departmental Cost.

ঘ. Bangladesh Agriculture Department Corporation.

সঠিক উত্তর : ক

১৩. একই জমিতে পরিবর্তন করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে কী বলে?

ক. কৃষি বিপণন

খ. কৃষি জোত

গ. শস্য বহুমুখীকরণ

ঘ. নার্সারি

সঠিক উত্তর : গ

১৪. যে খামারে একাধিক কৃষিপণ্যের উৎপাদন হয়, তাকে কী বলে?

ক. মিশ্র খামার

খ. যৌথ খামার

গ. বিশেষায়িত খামার

ঘ. বহুমুখী খামার

সঠিক উত্তর : ঘ

১৫. BRRI-এর পূর্ণ রূপ কী?

ক. Bangladesh Rice Research Institute

খ. Bangladesh Research Rice Institute

গ. Bangladesh Rice Record Institute

ঘ. Brown Rice Research Institute

সঠিক উত্তর : ক

১৬. ফসল উৎপাদনের ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর : খ

১৭. Biotechnology শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

ক. কার্ল এরিসন খ. কার্ল মার্কস

গ. কার্ল এরিক ঘ. কার্ল ড্রেসলার

সঠিক উত্তর : গ

১৮. বর্তমানে কয় ধরনের মাশরুমের চাষ হচ্ছে?

ক. ৬ খ. ৭

গ. ৮ ঘ. ৯

সঠিক উত্তর : ক

১৯. কোন রপ্তানি পণ্যকে ‘White Gold’ বলা হয়?

ক. হিমায়িত চিংড়ি

খ. তৈরি পোশাক

গ. পাটের আঁশ

ঘ. চিনি

সঠিক উত্তর : ক

২০. মালিকানার ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর : খ

২১. ‘সাদা সোনা’ বলা হয় কোনটিকে?

ক. পাট খ. চিংড়ি

গ. ধান ঘ. ইলিশ

সঠিক উত্তর : খ

২২. বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত ধানবীজ কোনটি?

ক. ব্রি ধান-৫২

খ. ব্রি ধান-৫৩

গ. ব্রি ধান-৫৪

ঘ. ব্রি ধান-৫৫

সঠিক উত্তর : ক

২৩. কৃষিঋণের উৎস কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর : ক

উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও

সাব্বির স্নাতকোত্তর শেষ করে কোনো চাকরি না পেয়ে হতাশায় ভুগছে। এ অবস্থায় সে একটি এনজিও থেকে পাঁচ বছর মেয়াদি ঋণ নিয়ে তাদের জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করে।

২৪. মেয়াদ অনুসারে কৃষিঋণ কত প্রকার?

ক. ২    খ. ৩

গ. ৪    ঘ. ৫

সঠিক উত্তর : খ

২৫. সাব্বিরের ঋণটি কোন ঋণের অন্তর্ভুক্ত?

ক. ক্ষুদ্র ঋণ

খ. স্বল্পমেয়াদি ঋণ

গ. মধ্যমেয়াদি ঋণ

ঘ. দীর্ঘমেয়াদি ঋণ

সঠিক উত্তর : গ

উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও

রাশেদ সাহেব উত্তরাঞ্চলের বাসিন্দা। সেখানে প্রায়ই বন্যা হয়। এ বছর বন্যায় রাশেদ সাহেবের অনেক ধান নষ্ট হয়। তিনি আঞ্চলিক কৃষি অফিসে যাওয়ায় তারা তাঁকে ভিন্ন ধরনের কিছু ধানের বীজ সরবরাহ করে।

২৬. কৃষি অফিস রাশেদ সাহেবকে কোন জাতের বীজ সরবরাহ করেছে?

ক. ব্রি ধান-৫২

খ. ব্রি ধান-৫৩

গ. ব্রি ধান-৫৪

ঘ. ব্রি ধান-৫৫

সঠিক উত্তর : খ

২৭. কৃষিতে আইসিটি ব্যবহারের ফলে —

i. কৃষির উৎপাদন বৃদ্ধি পায়

ii. আবহাওয়া সংক্রান্ত তথ্য পাওয়া যায়

iii. শস্যরোগের দমন সহজ হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২৮. জলবায়ু পরিবর্তনের ফলে —

i. প্রাণিকুলের প্রজননপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়

ii. অতিবৃষ্টি ও অনাবৃষ্টি দেখা দেয়

iii. মাটির আর্দ্রতা হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২৯. শস্য বহুমুখীকরণের ফলে —

i. একাধিক ফসল পাওয়া যায়

ii. বহুমুখী চাহিদা পূরণ হয়

iii. উৎপাদনঝুঁকি হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩০. কৃষিপণ্য বিপণন সমস্যার সমাধানে প্রয়োজন —

i. বাজার ব্যবস্থার উন্নয়ন

ii. কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণ

iii. পণ্যমূল্যের স্থিতিশীলতা রক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩১. বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কী?

ক. সেবা খ. শিল্প

গ. বাণিজ্য ঘ. কৃষি

সঠিক উত্তর : ঘ

৩২. পরস্পর স্বেচ্ছায় জমি একত্র করে যে খামার গড়ে তোলা হয়, তাকে কী বলে?

ক. ব্যক্তিগত খামার

খ. ক্ষুদ্রায়তন খামার

গ. সমবায় খামার

ঘ. যৌথ খামার

সঠিক উত্তর : গ

৩৩. বাংলাদেশে কৃষির উপখাত কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর : গ

৩৪. ‘Biotechnology’ শব্দটি কত সালে প্রথম ব্যবহৃত হয়?

ক. ১৯১৯ সালে

খ. ১৯৭১ সালে

গ. ১৯৭৬ সালে

ঘ. ২০০০ সালে

সঠিক উত্তর : ক

৩৫. বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী কে?

ক. মানুষ খ. সূর্য

গ. সমুদ্র ঘ. খাল

সঠিক উত্তর : ক

৩৬. কোন ফসল চাষে কৃষিজমির প্রয়োজন হয় না?

ক. মাশরুম খ. আখ

গ. শর্ষে ঘ. ভুট্টা

সঠিক উত্তর : ক

৩৭. বর্তমানে GDP-তে কৃষির কোন উপখাতের অবদান বেশি?

ক. প্রাণিসম্পদ

খ. বনজ সম্পদ

গ. মত্স্য সম্পদ

ঘ. শস্য ও শাকসবজি

সঠিক উত্তর : ঘ

৩৮. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৭১ খ. ১৯৭৬

গ. ১৯৮৭ ঘ. ২০০১

সঠিক উত্তর : গ

৩৯. একজন কৃষকের আওতাধীনে আবাদযোগ্য কৃষি জমির পরিমাণকে কী বলে?

ক. কৃষি খামার

খ. কৃষি গবেষণা

গ. কৃষি জোত

ঘ. কৃষি উন্নয়ন

সঠিক উত্তর : গ

৪০. বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত একর?

ক. ২ একর খ. ৩ একর

গ. ৪ একর ঘ. ৫ একর

সঠিক উত্তর : খ

৪১. সাদা সোনা বলতে কোনটিকে বোঝায়?

ক. ইলিশ খ. চিনি

গ. চিংড়ি ঘ. পাট

সঠিক উত্তর : গ

৪২. Agriculture Holding বলতে কী বোঝায়?

ক. কৃষি খামার  খ. কৃষি গবেষণা

গ. কৃষি জোত  ঘ. কৃষি উন্নয়ন

সঠিক উত্তর : গ

৪৩. বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য কোনটি?

ক. প্রকৃতির ওপর নির্ভরশীল

খ. উন্নত প্রযুক্তিনির্ভর

গ. মূলধন নিবিড়

ঘ. বিস্তৃত বাজার

সঠিক উত্তর : ক

৪৪. নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ?

ক. ব্যবসা খ. বনায়ন

গ. শিল্পায়ন ঘ. কৃষি উন্নয়ন

সঠিক উত্তর : খ

৪৫. বর্তমানে নিচের কোনটি কৃষির উপখাত নয়?

ক. পশু পালন

খ. মত্স সম্পদ

গ. বনজ সম্পদ

ঘ. শস্য ও শাকসবজি

সঠিক উত্তর : ক

৪৬. কোনটি পৃথিবীর প্রাচীন পেশা?

ক. ব্যবসা খ. মত্স্য চাষ

গ. কৃষি কাজ ঘ. কাঠের কাজ

সঠিক উত্তর : গ

৪৭. মানবসভ্যতার যাত্রা শুরু হয় কোনটির মাধ্যমে?

ক. কৃষি

খ. ব্যবসা

গ. পোশাক শিল্প

ঘ. কুটির শিল্প

সঠিক উত্তর : ক

৪৮. বাংলাদেশের কৃষির অন্যতম বৈশিষ্ট্য কী?

ক. জুম চাষ

খ. লাঙ্গল চাষ

গ. প্রাচীন চাষ প্রদ্ধতি

ঘ. হাল চাষ

সঠিক উত্তর : গ

৪৯. উৎপাদনে প্রাচীন পদ্ধতি ব্যবহৃত হয় কোথায়?

ক. আদর্শ খামারে

খ. জীবন নির্বাহী খামারে

গ. বাণিজ্যিক খামারে

ঘ. কৃষি খামারে

সঠিক উত্তর : খ

৫০. মূলধন বেশি বিনিয়োগ হয় কোথায়?

ক. জীবন নির্বাহী খামারে

খ. আদর্শ খামারে

গ. কৃষি খামারে

ঘ. বাণ্যিজিক খামারে

সঠিক উত্তর : ঘ

৫১. কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া?

ক. জৈবিক ও প্রাথমিক

খ. রাসায়নিক

গ. প্রাথমিক

ঘ. সামাজিক

সঠিক উত্তর : ক

৫২. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?

ক. কৃষি খ. বনায়ন

খ. গার্মেন্টস ঘ. চামড়া

সঠিক উত্তর : ক

৫৩. কী থেকে বায়োগ্যাস উৎপাদন করা হয়?

ক. মাটি খ. গোবর

গ. সার ঘ. আবর্জনা

সঠিক উত্তর : খ

৫৪. কৃষিতে পারমাণবিক শক্তি ব্যবহারের ফলে—

i. উৎপাদন বৃদ্ধি পাচ্ছে

ii. সার ও পানির সুষ্ঠ ব্যবহার হচ্ছে

iii. বীজ সংরক্ষণ করা যাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৫৫. খাওয়ার উপযুক্ত ছত্রাককে কী বলে?

ক. মাশরুম খ. ব্যঙের ছাতা

গ. সবজি ঘ. লতা

সঠিক উত্তর : ক

৫৬. বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম মাশরুম চাষ হয় কোথায়?

ক. কুমিল্লায় খ. সাভারে

গ. গাজীপুরে ঘ. সাতক্ষীরায়

সঠিক উত্তর : গ

৫৭. মাশরুম চাষের ঘরের তামমাত্রা কত রাখতে হয়?

ক. ২০° – ২৫° সেলসিয়াসের মধ্যে

খ. ২০° – ৩০° সেলসিয়াসের মধ্যে

গ. ২০° – ৩৫° সেলসিয়াসের মধ্যে

ঘ. ২০° – ৪০° সেলসিয়াসের মধ্যে

সঠিক উত্তর : খ

৫৮. মাশরুম কোন রোগের জন্য উপকারী?

ক. হৃদরোগ খ. জন্ডিস

গ. আলসার ঘ. ডায়রিয়া

সঠিক উত্তর : ক

৫৯. দেশের কোথায় মাশরুম বীজ উৎপাদন কেন্দ্র রয়েছে?

ক. সাভারে খ. গাজীপুরে

গ. সাতক্ষীরায়ঘ. রংপুরে

সঠিক উত্তর : ক

৬০. মাশরুম কী?

ক. ব্যাঙের ছাতা খ. বিষাক্ত ছত্রাক

গ. ছত্রাক ঘ. খাবারযোগ্য ছত্রাক

সঠিক উত্তর : ঘ

৬১. একটি দেশের মূল ভূখণ্ডের কত ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন?

ক. ১৮ ভাগ খ. ২০ ভাগ

গ. ২৫ ভাগ ঘ. ৩২ ভাগ

সঠিক উত্তর : গ

৬২. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজন—

i. বনায়ন কর্মসূচি

ii. কৃষিজমি সংরক্ষণ

iii. পরিবেশ সংরক্ষণ আইন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৬৩. চারা উৎপাদনের ভিত্তিতে নার্সারি কত প্রকার?

ক. দুই খ. পাঁচ

গ. সাত ঘ. দশ

সঠিক উত্তর : ক

৬৪. কৃষিপণ্য বিপণনে কৃষকরা যেসব সমস্যার সম্মুখীন হয়—

i. দালালের দৌরাত্ম্য

ii. অনুন্নত যাতায়াত ব্যবস্থা

iii. গুদামজাতকরণে অসুবিধা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৬৫. Golden Fibre বলা হয় কোনটিকে?

ক. পাট খ. তুলা

গ. চিংড়ি ঘ. ধান

সঠিক উত্তর : ক

৬৬. উৎপাদনের ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. পাঁচ ঘ. ছয়

সঠিক উত্তর : ক

৬৭. মাশরুম খাওয়ার উপযোগী হয় কত দিনে?

ক. ৫-৭ দিন খ. ৭-১০ দিন

গ. ৮-১২ দিন ঘ. ১০-২০ দিন

সঠিক উত্তর : খ

৬৮. ‘কৃষি ব্যাংক’ কৃষিঋণের কোন ধরনের উৎস?

ক. প্রাতিষ্ঠানিক খ. অপ্রাতিষ্ঠানিক

গ. সরকারি ঘ. বেসরকারি

সঠিক উত্তর : ক

৬৯. কোনটি চাষে কৃষিজমির প্রয়োজন হয় না?

ক. ধান খ. গম

গ. মাশরুম ঘ. পাট

সঠিক উত্তর : গ

৭০. কোনটি কৃষিঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস?

ক. কৃষি ব্যাংক খ. এনজিও

ঘ. ব্র্যাক ব্যাংক ঘ. গ্রাম্য মহাজন

সঠিক উত্তর : ঘ

5/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x