পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
এ পর্বে দেশের সেরা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্নপত্রগুলো অনুশীলনের মাধ্যমে তুমি এ বিষয়ে চূড়ান্ত পরীক্ষার প্রশ্নের ধরন ও প্রস্তুতি সম্বন্ধে পূর্ণ ধারণা পাবে।
১. রাষ্ট্র ও নাগরিকদের কল্যাণের জন্য অপরিহার্য কোনটি?
(ক) নৈতিক কর্তব্য পালন করা
(খ) আনুগত্য প্রদর্শন করা
(গ) আইনগত কর্তব্য পালন করা
(ঘ) সংহতি প্রকাশ করা
২. কয়টি কারণে সন্ত্রাস সংঘটিত হয়?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
৩. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
(ক) ৫টি (খ) ৭টি
(গ) ১০টি (ঘ) ১৫টি
৪. ব্রুনাইয়ের জনসংখ্যা কত?
(ক) দুই লক্ষ (খ) তিন লক্ষ
(গ) চার লক্ষ (ঘ) পাঁচ লক্ষ
৫. শাশ্বত বিদ্যালয় কোনটি?
(ক) পরিবার (খ) সমাজ
(গ) উপাসনালয় (ঘ) রাষ্ট্র
৬. রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কত ধরনের কাজ সম্পাদন করে?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
৭. চতুর্দশ লুই কোন দেশের রাজা ছিলেন?
(ক) ইতালি (খ) জার্মানি
(গ) ফ্রান্স (ঘ) গ্রিস
৮. মানুষ ও সমাজ সম্পর্কে বলা যায়–
i. মানুষ সামাজিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত ও আবদ্ধ
ii. সামাজিক প্রতিষ্ঠানসমূহ মানুষের ব্যক্তিত্ব বিকাশে তেমন কোনো ভূমিকা রাখে না
iii. সামাজিক পরিবেশ ব্যক্তির বিকাশ ঘটায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
দরিদ্র পরিবারে জন্ম নেয়া লিনা অবসর সময়ে প্লাস্টিকের ঝুঁড়ি তৈরি করে বাজারে বিক্রি করে। এতে তার যথেষ্ট লাভ হয়। রাজু তার কাছে ঝুঁড়ি তৈরি করা শিখে নিজের পরিবারের ব্যবহারের জন্য ঝুঁড়ি তৈরি করে।
৯. লিনার কাজটি পরিবারের কোন ধরনের কাজ?
(ক) শিক্ষামূলক
(খ) বিনোদনমূলক
(গ) অর্থনৈতিক
(ঘ) মনস্তাত্ত্বিক
১০. লিনার কাজটির ক্ষেত্রে কোনটি সর্বাধিক প্রযোজ্য?
(ক) স্বচ্ছলতা বৃদ্ধি করা
(খ) অন্যকে কর্মক্ষম করে তোলা
(গ) আত্মকর্মসংস্থান সৃষ্টি করা
(ঘ) বাজারে ঝুঁড়ির সংখ্যা বৃদ্ধি করা
১১. যারা রাষ্ট্র প্রদত্ত কর্তব্য পালন করে এবং রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে তাদেরকে কী নামে আখ্যায়িত করা যায়?
(ক) সদস্য (খ) নির্বাচক
(গ) নাগরিক (ঘ) বিদেশি
১২. কাদের রাষ্ট্রের সম্পদ বলা হয়?
(ক) শহরের অধিবাসীদের
(খ) নিরক্ষর লোকদের
(গ) বিদেশিদের
(ঘ) সুনাগরিকদের
১৩. রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন?
(ক) নাগরিকদের সুখ শান্তির জন্য
(খ) বৈদেশিক বাণিজ্যের জন্য
(গ) শত্রুর মোকাবিলা করতে
(ঘ) প্রবৃদ্ধি অর্জন করতে
১৪. আইন কয় ভাগে বিভক্ত?
(ক) তিন (খ) চার
(গ) পাঁচ (ঘ) ছয়
১৫. সাম্যের দ্বারা কী বোঝায়?
(ক) সমান করার প্রক্রিয়া
(খ) সকলকে এক সমান করা
(গ) সমান সুযোগ-সুবিধা প্রদান
(ঘ) সমান আর্থিক সুযোগ
১৬. গণতন্ত্রের বাহন কোনটি?
(ক) আইনের শাসন
(খ) অর্থনৈতিক সাম্য
(গ) পরমতসহিষ্ণুতা
(ঘ) নির্বাচন
১৭. সৌদি আরবের শাসনব্যবস্থা কীরূপ?
(ক) গণতান্ত্রিক (খ) সমাজতান্ত্রিক
(গ) ধনতান্ত্রিক (ঘ) রাজতান্ত্রিক
১৮. মিতব্যয়িতা কোন সরকারের গুণাবলি?
(ক) সংসদীয় (খ) গণতান্ত্রিক
(গ) এককেন্দ্রিক (ঘ) পুঁজিবাদী
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯-২১ নং প্রশ্নের উত্তর দাও:
সাইফুলের বসবাসকৃত রাষ্ট্রে নিয়মতান্ত্রিক রাষ্ট্র প্রধান আছেন। তবে সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা হয় যিনি প্রকৃত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কার্যত কিছু করেন না।
১৯. সাইফুলের বসবাসকৃত রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
(ক) সংসদীয়
(খ) একনায়কতান্ত্রিক
(গ) যুক্তরাষ্ট্রীয়
(ঘ) রাষ্ট্রপতি শাসিত
২০. সাইফুলের বসবাসকৃত রাষ্ট্রটি কীভাবে পরিচালিত হয়?
(ক) জনগণের মাধ্যমে
(খ) আদালতের মাধ্যমে
(গ) মিডিয়ার মাধ্যমে
(ঘ) মন্ত্রীদের মাধ্যমে
২১. সাইফুলের বসবাসকৃত রাষ্ট্রে মন্ত্রীগণ স্বৈরাচারী হয়ে উঠতে পারেন–
i. ক্ষমতার অবিভাজন হলে
ii. মন্ত্রিসভা আইনসভার আস্থা হারালে
iii. মন্ত্রিসভার পতন ঘটলে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২২. রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি?
(ক) আইন (খ) অধ্যাদেশ
(গ) সংবিধান (ঘ) দলিল
২৩. সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার?
(ক) দুই প্রকার (খ) তিন প্রকার
(গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার
২৪. তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে?
(ক) ৭ম (খ) ১৩তম
(গ) ১৪তম (ঘ) ১৫তম
২৫. রাষ্ট্রপতি অভিশংসনের জন্য সংসদ সদস্যের কত ভোট প্রয়োজন?
(ক) দুই-তৃতীয়াংশ
(খ) এক-চতুর্থাংশ
(গ) মোট দুই ভাগ
(ঘ) তিন-চতুর্থাংশ
২৬. বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সমন্বয় করেন কে?
(ক) সচিব
(খ) চিফ হুইপ
(গ) সংসদ
(ঘ) প্রধানমন্ত্রী
২৭. বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয় স্তরবিশিষ্ট?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
উত্তর : –
১ : (গ); ২ : (ক); ৩ : (ক); ৪ : (ক) ; ৫ : (ক); ৬ : (খ); ৭ : (গ); ৮ : (খ); ৯ : (গ); ১০ : (গ); ১১ : (গ); ১২ : (ঘ); ১৩ : (ক); ১৪ : (ক); ১৫ : (ক); ১৬ : (ঘ); ১৭ : (ঘ); ১৮ : (গ); ১৯ : (ক); ২০ : (ঘ); ২১ : (ক); ২২ : (গ); ২৩ : (ক); ২৪ : (ঘ); ২৫ : (ক); ২৬ : (ঘ); ২৭ : (ক)