বায়ান্নর দিনগুলো (শেখ মুজিবুর রহমান) প্রবন্ধ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯২০ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. ‘বায়ান্নর দিনগুলো’ কোন জাতীয় রচনা?

উত্তর : ‘বায়ান্নর দিনগুলো’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক রচনা।

প্রশ্ন-৩. ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটির রচয়িতা কে?

উত্তর : ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটির রচয়িতা শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন-৪. বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?

উত্তর : বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে।

প্রশ্ন-৫. স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি কে?

উত্তর : স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন-৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।

প্রশ্ন-৭. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তর : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন-৮. কত তারিখে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়?

উত্তর : ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।

প্রশ্ন-৯. কোন ব্যাপারে কথা বলার জন্যে শেখ মুজিবুর রহমানকে জেলগেটে নিয়ে যাওয়া হয়েছিল?

উত্তর : অনশন ধর্মঘটের ব্যাপারে কথা বলার জন্যে শেখ মুজিবুর রহমানকে জেলগেটে নিয়ে যাওয়া হয়েছিল।

প্রশ্ন-১০. ঢাকা জেল থেকে শেখ মুজিবুর রহমানকে কোন জেলে বদলি করা হয়েছিল?

উত্তর : ঢাকা জেল থেকে শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে বদলি করা হয়েছিল।

প্রশ্ন-১১. শেখ মুজিবুর রহমান জেলে বসে কয়টি চিঠি লেখেন?

উত্তর : শেখ মুজিবুর রহমান জেলে বসে চারটি চিঠি লেখেন।

প্রশ্ন-১২. অনশন শুরুর কত দিন পর থেকে অনশনকারীদের জোর করে খাওয়ানো শুরু করা হয়েছিল?

উত্তর : অনশন শুরুর চার দিন পর থেকে অনশনকারীদের জোর করে খাওয়ানো শুরু করা হয়েছিল।

প্রশ্ন-১৩. ‘অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে’- উক্তিটি কার?

উত্তর : ‘অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে’- উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

প্রশ্ন-১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে তাঁর সহকর্মীরা কোন কোন স্থান থেকে এসেছিল?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে তাঁর সহকর্মীরা এসেছিল গোপালগঞ্জ , খুলনা ও বরিশাল থেকে।

প্রশ্ন-১৫. নূরুল আমিন কে ছিলেন?

উত্তর : নূরুল আমিন ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী।

প্রশ্ন-১৬. মোখলেসুর রহমান কোন দায়িত্বে নিয়োজিত ছিলেন?

উত্তর : মোখলেসুর রহমান রাজবন্দিদের ডেপুটি জেলারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। বঙ্গবন্ধুর অনশনের কারণ কী?

ক) আত্মবিসর্জন

খ) বিনা বিচারে আটকে রাখার প্রতিবাদ

গ) ছয় দফা প্রতিষ্ঠা

ঘ) সরকারের সঙ্গে অভিমান

উত্তরঃ- খ) বিনা বিচারে আটকে রাখার প্রতিবাদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *