পড়াশোনা

প্রাণিজগতের শ্রেণিবিন্যাস বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি)

1 min read

১. কোনটি Mollusca পর্বের প্রাণী?

ক) কাঁকড়া  খ) জোঁক

গ) তারামাছ  ঘ) ঝিনুক

২. শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি?

ক) বর্গ  খ) গোত্র

গ) গণ  ঘ) প্রজাতি

৩. বহুকোষী প্রাণীর পৌষ্টিকনালি ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে?

ক) সিলোম  খ) ম্যাস্টল

গ) করোটি  ঘ) সিস্ট

৪. স্কাইফা ও হাইড্রা উভয়ই –

i. দ্বিস্তরী

ii. বহুকোষী

iii. সুগঠিত তন্ত্রবিহীন

নিচের কোনটি সঠিক? 

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

৫. সমুদ্র শশা কোন পর্বের প্রাণী?

ক) পরিফেরা

খ) নিডাবিয়া

গ) অ্যানেলিডা

ঘ) একাইনোডারমাটা

৬. প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে কী বলে?

ক) সিলোম খ) ম্যাস্টল

গ) সিলেন্টেরন ঘ) পেস্ট

৭. কোন পর্বের প্রাণীর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট?

ক) স্তন্যপায়ী খ) কর্ডাটা

গ) মলাস্কা ঘ) ভার্টিব্রাটা

৮. অদ্যাবধি কত লাখ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?

ক) ১৫    খ) ১২

গ) ১৩    ঘ) ১১

৯. শ্রেণিবিন্যাসের জনক কে?

ক) অ্যারিস্টটল

খ) মেন্ডেল

গ) জন রে

ঘ) ক্যারোলাস লিনিয়াস

১০. অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব কয়টি?

ক) ৩টি      খ) ৭টি

গ) ৮টি       ঘ) ৯টি

১১. অ্যানিমেলিয়াজগেক কয়টি পর্বে ভাগ করা যায়?

ক) ৫  খ) ৬

গ) ৭  ঘ) ৯

১২. কোন পর্বের প্রাণীর দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?

ক) পরিফেরা

খ) নিডারিয়া

গ) নেমাটোডা

ঘ) আর্থ্রোপোডা

১৩. কোন প্রাণীটির ত্বক শুষ্ক?

ক) ইলিশ

খ) হাঙ্গর

গ) সাপ

ঘ) কুনোব্যাঙ

১৪. কোনটি Annelida পর্বের প্রাণী? 

ক) প্রজাপতি

খ) গোলকৃমি

গ) জোঁক

ঘ) কাঁকড়া

১৫. কোনটি সম্পর্কটি সঠিক? 

ক) হাইড্রো → নিডোব্লাস্ট কোষ

খ) কেঁচো → শিখা অঙ্গ

গ) ফিতাকৃমি → নেফ্রিডিয়া

ঘ) গোলকৃমি → হিমোসিল

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:

মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মত ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তারাই উভচর।

১৬. উভচর প্রাণী নিচের কোনটি?

ক) কুমির

খ) সাপ

গ) সোনা ব্যাঙ

ঘ) টিকটিকি

১৭. উভচর প্রাণীর বৈশিষ্ট্য–

i. পানিতে ডিম পাড়ে

ii. ত্বক নরম ও গ্রন্থিযুক্ত

iii. শীতল রক্তের প্রাণী

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

১৮. Obelia কোন পর্বের প্রাণী?

ক) নিডারিয়া

খ) প্লাটিহেলমিনথেস

গ) নেমাটোডা

ঘ) অ্যানিলিডা

১৯. কোন প্রাণীর দেহে নিডোব্লাস্ট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে?

ক) হাইড্রা

খ) স্কাইফা

গ) ঝিনুক

ঘ) আরশোলা

২০. নিচের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

ক) কুনোব্যাঙ

খ) ইলিশ মাছ

গ) টিকটিকি

ঘ) কুমির

২১. কোন পর্বের প্রাণীর হিমোসিল থাকে?

ক) নেমাটোডা

খ) অ্যানেলিডা

গ) আর্থ্রোপোডা

ঘ) মলাস্কা

২২. মুরগির বৈশিষ্ট্য কোনটি?

ক) শীতল রক্তের প্রাণী

খ) কঙ্কাল তরুণাস্থিময়

গ) ত্বক গ্রন্থিযুক্ত

ঘ) চক্ষু থাকে

২৩. কোনটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী?

ক) ফিতাকৃমি

খ) গোলকৃমি

গ) কেঁচো

ঘ) জোঁক

২৪. কোন পর্বের প্রাণীর সংবহন তন্ত্র দেখা যায়?

ক) অ্যানেলিডা

খ) নেমাটোডা

গ) একাইনোডারমাটা

ঘ) কর্ডাটা

২৫. প্লাটিপাসের বৈশিষ্ট্য কোনটি?

ক) মাতৃদুগ্ধ পান করে

খ) শীতল রক্তবিশিষ্ট

গ) বুকে ভর করে চলে

ঘ) সন্তান প্রসব করে

২৬. শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয় কোন কোষ?

ক) শিক্ষা

খ) নিডোব্লাস্ট

গ) দেহ

ঘ) গ্রন্থি

২৭. কোন শ্রেণির কঙ্কাল তরুণাস্থিময়?

ক) কনড্রিকথিস

খ) অসটিকথিস

গ) সেফালো কর্ডাটা

ঘ) সাইক্লোস্টোমাটা

২৮. ইতোপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল কোন পূর্বে?

ক) পরিফেরা

খ) নিডারিয়া

গ) নেমাটোডা

ঘ) আর্থ্রোপোডা

২৯. অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব কয়টি?

ক) ৩টি

খ) ৭টি

গ) ৮টি

ঘ) ৯টি

৩০. কোনটি নেফ্রিডিয়া নামক অঙ্গের সাহায্যে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে?

ক) কেঁচো

খ) আরশোলা

গ) গোলকৃমি

ঘ) হাইড্রা

৩১. কোন প্রাণীর দেহে শিখা অঙ্গ থাকে?

ক) কাঁকড়া

খ) কেঁচো

গ) গোলকৃমি

ঘ) ফিতাকৃমি

৩২. প্রাণীজগতের বৃহত্তম পর্ব কোনটি?

ক) পরিফেরা

খ) মলাস্কা

গ) অর্থোপোডা

ঘ) কর্ডাটা

৩৩. নিচের কোনটি কনড্রিকথিস?

ক) এসিডিয়া

খ) সি-হর্স

গ) করাত মাছ

ঘ) পেট্রোমাইজন

৩৪. কোন শ্রেণির প্রাণীদের হৃদপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট?

ক) সরীসৃপ

খ) স্তন্যপায়ী

গ) কনড্রিকথিস

ঘ) উভচর

৩৫. কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত?

ক) নেমাটোডা

খ) নিডারিয়া

গ) অ্যানিলিডা

ঘ) পরিফেরা

৩৬. নিচের কোনটিতে টিনয়েড আঁইশ থাকে?

ক) হাঙ্গর

খ) করাত মাছ

গ) সি-হর্স

ঘ) হাতুড়ি মাছ

৩৭. কোন পর্বের প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

ক) মলাস্কা

খ) পরিফেরা

গ) নিডারিয়া

ঘ) নেমাটোডা

৩৮. শ্রেনিবিন্যাসের জনক কে?

ক) অ্যারিস্টটল

খ) মেন্ডেল

গ) জন রে

ঘ) ক্যারোলাস লিনিয়াস

৩৯. Hydra কোন পর্বের প্রাণী?

ক) পরিফেরা

খ) নেমাটোডা

গ) নিডারিয়া

ঘ) অ্যানিলিডা

৪০. শামুক কোন পর্বের প্রাণী?

ক) মলাস্কা

খ) নেমাটোডা

গ) পরিফেরা

ঘ) অ্যানিলিডা

৪১. কোন মাছের দেহ সাইক্লোয়েড, গ্যানয়েড আঁইশ দ্বারা আবৃত?

ক) তারা মাছ    খ) করাত মাছ

গ) সি-হর্স    ঘ) হাতুরি মাছ

৪২. পাখিরা উড়তে পারে–

i. বায়ুথলি আছে

ii. সামনের পা ডানায় রূপান্তরিত হয়

iii. হাড় শক্ত ও ফাঁপা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii    ঘ) i, ii ও iii

উত্তরঃ-

১ : ঘ);  ২ : ঘ); ৩ : ক); ৪ : গ); ৫ : ঘ); ৬ : গ); ৭ : ক); ৮ : ক); ৯ : ঘ); ১০ : গ); ১১ : ঘ); ১২ : ক); ১৩ : গ); ১৪ : গ); ১৫ : ক); ১৬ : গ); ১৭ : ঘ); ১৮ : ক); ১৯ : ক); ২০ : ক); ২১ : গ); ২২ : ঘ); ২৩ : ক); ২৪ : গ); ২৫ : ক); ২৬ : খ); ২৭ : ক); ২৮ : খ); ২৯ : গ); ৩০ : ক); ৩১ : ঘ); ৩২ : গ); ৩৩ : গ); ৩৪ : খ); ৩৫ : ঘ); ৩৬ : গ); ৩৭ : ক); ৩৮ : ঘ); ৩৯ : গ); ৪০ : ক); ৪১ : গ; ৪২ : ঘ;

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x