সমন্বয় ও নিঃসরণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি)

১. নিচের কোনটি ফল পাকাতে সাহায্য করে?

ক. অক্সিন   খ. জিবেরেলিন

গ. ইথিলিন  ঘ. ফ্লোরিজেন

উত্তর : গ

২. উদ্ভিদে ফুল উৎপন্ন করে নিচের কোনটি?

ক. ফাইটোহরমোন   খ. ফ্লোরিজেন

গ. ইথিলিন   ঘ. অ্যাবসাইসিক এসিড

উত্তর : খ

৩. আম গাছ থেকে ফল অকালে ঝরে পড়া রোধ করতে কোনটি ব্যবহার করতে হবে?

ক. ইথিলিন    খ. অক্সিন

গ. জিবেরেলিন    ঘ. সাইটোকাইনিন

উত্তর : খ

৪. গ্যাসীয় হরমোন কোনটি?

ক. ইথিলিন    খ. অক্সিন

গ. জিব্বেরেলিন    ঘ. সাইটোকাইনিন

উত্তর : ক

৫. ঘামে থাকে–

i. পানি ও লবণ

ii. লবণ ও কার্বন-ডাই-অক্সাইড

iii. পানি ও অক্সিজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii    গ. ii ও iii    ঘ. i, ii ও iii

উত্তর : ক

৬. অপু ফুটবল খেলা শেষে ঘন ঘন শ্বাস ছাড়লো ও একই সাথে ঘামতে লাগলো। খেলা শেষে অপুর কার্যক্রমে দেহ থেকে কোন পদার্থ পরিত্যক্ত হচ্ছিল?

ক. কার্বন ডাইঅক্সাইড ও পানি

খ. অ্যামোনিয়া ও পানি

গ. ইউরিয়া ও কার্বন ডাইঅক্সাইড

ঘ. ইউরিক এসিড ও অ্যামোনিয়া

উত্তর : ক

৭. শাকিলের বাগানে কুল গাছের কুল শুরুতেই ঝরে পড়ছে। এক্ষেত্রে সে কোন হরমোন প্রয়োগ করবে?

ক. ইথিলিন  খ. জিব্বেরেলিন

গ. অক্সিন  ঘ. সাইটোকাইনিন

উত্তর : গ

৮. উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন কোনটির ওপর অধিক নির্ভরশীল?

ক. প্রস্বেদনের হার

খ. হরমোন নিঃসরণের হার

গ. দিবা দৈর্ঘ্য

ঘ. খাদ্য তৈরির হার

উত্তর : গ

৯. মানব মস্তিষ্কের সবচেয়ে উন্নত অংশ–

ক. লঘুমস্তিষ্কন  খ. মধ্যমস্তিষ্ক

গ. গুরুমস্তিষ্ক  ঘ. পনস

উত্তর : গ

১০. নিচের কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়?

ক. অক্সিন  খ. জিব্বেরেলিন

গ. ইথিলিন  ঘ. ফ্লোরিজেন

উত্তর : খ

১১. নিচে ছোট দিনের উদ্ভিদ কোনটি?

ক. চন্দ্রমল্লিকা  খ. সূর্যমুখী

গ. গোলাপ  ঘ. গম

উত্তর : ক

১২. ফ্লোরিজেন–

i. পত্রে উৎপন্ন হয়

ii. উদ্ভিদে ফুল উৎপন্ন হয়

iii. পত্রমূলে উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

উত্তর : ক

১৩. মস্তিষ্কের কোন অংশটি হৃদস্পন্দন ও খাদ্যগ্রহণ করে?

ক. পনস  খ. মেডুলা

গ. সেরিব্রাম  ঘ. থ্যালামাস

উত্তর : খ

১৪. জিব্বেরেলিন দেখা যায়–

i. চারাগাছ বীজপত্রে

ii. বীজপত্র, মূলে

iii. চারাগাছ, পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

উত্তর : খ

১৫. জিব্বেরেলিন প্রয়োগে–

i. জীবের সুপ্তাবস্থা কাটে

ii. উদ্ভিদ অধিক খাটো হয়

iii. উদ্ভিদ অধিক লম্বা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

১৬. উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে–

i. কীটপতঙ্গ

ii. আলো

iii. অভিকর্ষ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. iiও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

১৭. স্নায়ুতন্ত্রের কাজ হলো–

i. বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করা

ii. জৈবিক কার্যাবলির সমন্বয় সাধন করা

iii. উদ্দীপনায় সাড়া দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

১৮. নিঃশ্বাসের বায়ুতে কত ভাগ কার্বন ডাই-অক্সাইড থাকে?

ক. ০.০৬   খ. ০.০৫

গ. ০.০৪   ঘ. ০.০৩

উত্তর : গ

১৯. ত্বকের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রকে কী বলে?

ক. নাসারন্ধ্র  খ. ঘামথলি

গ. নাসাছিদ্র  ঘ. লোমকুপ

উত্তর : ঘ

২০. দেহের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাকে কী বলে?

ক. শোষণ   খ. পরিশোষণ

গ. শ্বসন  ঘ. রেচন

উত্তর : ঘ

২১. মস্কিষ্কের বোঁটা বলা হয় কোনটিকে?

ক. সেরিবেলাম  খ. পনস

গ. মেডুলা  ঘ. থ্যালামাস

উত্তর : গ

২২. মেরুরজ্জুর শ্বেতপর্দা কোথায় অবস্থিত?

ক. বাইরে  খ. ভেতরে

গ. মাঝখানে  ঘ. সামনে

উত্তর : ক

২৩. নিচের কোনটি প্রতিবর্ত চক্রের সঙ্গে সম্পর্কিত?

ক. অনুভূতি  খ. খাদ্যগ্রহণ

গ. রেচন  ঘ. জনন

উত্তর : ক

২৪. প্রতিটি প্রতিবর্ত চক্রের কয়টি অংশ থাকে?

ক. দুটি  খ. তিনটি

গ. চারটি  ঘ. পাঁচটি

উত্তর : ঘ

২৫. নিউরনের কোষদেহের চারিদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখাগুলোকে কী বলে?

ক. ডেনড্রন  খ. অ্যাক্সন

গ. থ্যালামাস  ঘ. ডেনড্রাইট

উত্তর : ক

২৬. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?

ক. স্নায়ুরজ্জু  খ. নিউরন

গ. মস্তিষ্ক  ঘ. রক্ত

উত্তর : গ

২৭. মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এদের নাম কী?

ক. নিউরন  খ. অ্যাক্সন

গ. ডেনড্রন ঘ. স্নায়ুরজ্জু

উত্তর : ক

২৮. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?

ক. নিউরন  খ. যকৃত

গ. হৃৎপিন্ড  ঘ. চুল

উত্তর : ক

২৯. নিউরনের কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে কী বলে?

ক. সিন্যাপস

খ. ডেনড্রন

গ. প্রলস্বিত অংশ

ঘ. অ্যাক্সন

উত্তর : ঘ

৩০. লঘু মস্তিষ্কের কয়টি অংশ থাকে?

ক. দুটি  খ. তিনটি

গ. চারটি  ঘ. পাঁচটি

উত্তর : খ

৩১. মস্তিষ্কের যোজক বলা হয় কোনটিকে?

ক. পনস  খ. সেরিব্রাম

গ. সেরিবেলাম  ঘ. মেডুলা

উত্তর : ক

৩২. মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?

ক. দুটি  খ. তিনটি

গ. চারটি  ঘ. পাঁচটি

উত্তর : খ

৩৩. গুরুমস্তিষ্কের উপরিভাগ কী ধরনের?

ক. ঢেউ তোলা ও সাদা বর্ণের

খ. মসৃণ ও ধূসর বর্ণের

গ. ঢেউ তোলা ও ধূসর বর্ণের

ঘ. মসৃণ ও সাদা বর্ণের

উত্তর : গ

৩৪. লঘুমস্তিষ্কের প্রধান কাজ কী?

ক. শ্রবণ করা

খ. কথাবলা নিয়ন্ত্রণ

গ. চলাফেরা নিয়ন্ত্রণ

ঘ. দেহের ভারসাম্য রক্ষা

উত্তর : ঘ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।

ফয়েজের হাতে একটি মশা কামড় দিল। ফয়েজ সেদিকে লক্ষ্য না করেই অন্য হাত দিয়ে মশাটিকে মেরে ফেলল।

৩৫. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির জন্য নিচের কোনটি দায়ী?

ক) অনুভূতি চক্র

খ) প্রতিবর্ত চক্র

গ) আজ্ঞাবাহী চক্র

ঘ) কেন্দ্রীয় স্নায়ু চক্র

উত্তর : খ)

৩৬. ফয়েজের কাজটি করতে যা যা প্রয়োজন হয়েছে–

i) গ্রাহক অঙ্গ

ii) প্রেরক অঙ্গ

iii) আজ্ঞাবাহী স্নায়ু

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর : খ)

৩৭. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?

ক) মস্তিষ্ক

খ) নিউরন

গ) সুষুষ্মা কাণ্ড

ঘ) অ্যাক্সন

উত্তর : ক)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *