Modal Ad Example
পড়াশোনা

ভূগোল জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

1 min read

কোন ধরনের জ্যোতিষ্ককে নক্ষত্র বলা হয়?

উত্তরঃ যারা আলো দেয়।

সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি?

উত্তরঃ বৃহস্পতি।

পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?

উত্তরঃ আলোক বর্ষ।

সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক কি?

উত্তরঃ সূর্য।

কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?

উত্তরঃ শনি

হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?

উত্তরঃ প্রায় ৭৫ বছর।

গ্যালাক্সি কী?

উত্তরঃ মহাকাশে কোটি কোটি নক্ষত্র, ধূলিকণা এবং বিশাল বাষ্পকুণ্ড নিয়ে যে জ্যোতিষ্কমণ্ডলীয় দল সৃষ্টি হয়েছে তাকে গ্যালাক্সি বলে।

মহাকাশের কি নেই?

উত্তরঃ শুরু ও শেষ নেই।

কৃষ্ণ বামন কি?

উত্তরঃ জ্যোতিষ্ক।

বৃহস্পতির ব্যাস কত কিলোমিটার?

উত্তরঃ ১,৪২,৮০০ কিলোমিটার।

সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের কত সময় লাগে?

উত্তরঃ ৮৮ দিন।

নীহারিকা কোন পদার্থ পূর্ণ?

উত্তরঃ গ্যাসীয়।

সৌরজগতে মোট কয়টি গ্রহ আছে?

উত্তরঃ সৌরজগতে মোট নয়টি গ্রহ আছে।

সূর্য থেকে শুক্রগ্রহের দূরত্ব কত কি. মি.?

উত্তরঃ ১০.৮ কোটি কি.মি.।

সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?

উত্তরঃ প্রক্সিমা সেন্টারাই।

ছায়াপথ কাকে বলে?

উত্তরঃ অন্ধকার আকাশে উজ্জ্বল দীপ্ত দীর্ঘপথের মত যে তারকারাজি দেখা যায় তাকে ছায়াপথ বলে।

মহাবিশ্ব কি নিয়ে গঠিত?

উত্তরঃ জ্যোতিষ্কমণ্ডলীয়।

অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিন ধরা হয়?

উত্তরঃ ২৯ দিন।

সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম কি?

উত্তরঃ ইউরেনাস।

মঙ্গল গ্রহের রং কিরূপ?

উত্তরঃ লালচে।

পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহের উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে?

উত্তরঃ মঙ্গল।

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

উত্তরঃ ৮ মিনিট ১৯ সেকেন্ড।

কোন জ্যোতিষ্কের আলো ও উত্তাপ আছে?

উত্তরঃ নক্ষত্র।

কৃষ্ণ বামনের মহাকর্ষ বল অত্যন্ত বেশি হওয়ার কারণ কি?

উত্তরঃ ঘনত্ব খুব বেশি বলে।

কোনটি একক নক্ষত্র?

উত্তরঃ সূর্য।

নীহারিকা কাকে বলে?

উত্তরঃ মহাকাশে স্বল্পালোকিত তারকারাজির আস্তরণকে নীহারিকা বলে।

অধিবর্ষ হয় কত দিনে?

উত্তরঃ ৩৬৬ দিনে।

গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে?

উত্তরঃ ছায়াপথ।

উল্কা কী?

উত্তরঃ রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় নক্ষত্র খসে পড়তে দেখা যায়, এগুলো হলো উল্কা।

পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?

উত্তরঃ চাঁদ।

সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?

উত্তরঃ টাইটান।

সূর্যের ব্যাস কত?

উত্তরঃ প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার।

সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

উত্তরঃ বুধ।

সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

উত্তরঃ বুধ।

সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ কোনটি?

উত্তরঃ পৃথিবী।

ফেবোস ও ডিমোস কোনটির উপগ্রহ?

উত্তরঃ মঙ্গল।

সৌরজগতের কোন গ্রহ পাথরের তৈরি?

উত্তরঃ প্লুটো।

প্লুটো কে আবিষ্কার করেন?

উত্তরঃ ক্লাইড টমবাউ।

প্লুটো আবিষ্কৃত হয় কত সালে?

উত্তরঃ ১৯৩০ সালে।

পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?

উত্তর : ১৫ কোটি কি.মি.

ছায়াপথ কি?

উত্তর : উজ্জ্বল নক্ষত্র।

কোন জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয় আবার অদৃশ্য হয়ে যায়?

উত্তর : ধূমকেতু।

সর্বশেষ হ্যালির ধূমকেতু দেখা যায় কোন সালে?

উত্তর : ১৯৮৬ সালে।

টাইটান কোন গ্রহের উপগ্রহ?

উত্তর : শনির।

পৃথিবীর ব্যাস কত?

উত্তর : প্রায় ১২,৬৬৭ কি.মি.

শুকতারা ও সন্ধ্যাতারা কি?

উত্তর : শুক্রের দু’টি রূপ।

বুধের একদিন আমাদের কত সময়ের সমান?

উত্তর : ৫৮ দিন ১৭ ঘন্টার।

মহাকর্ষ বলের প্রভাবে কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদের কী বলে?

উত্তর : উপগ্রহ।

3.5/5 - (19 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x