পড়াশোনা

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর

1 min read

আফ্রিকা বিজয় হয় কোন খলিফার সময়?

উত্তর : হজরত ওমর (রা.)-এর সময়।

হজরত ওমর কত সালে ইন্তেকাল করেন?

উত্তর : ৬৪৪ খ্রি.।

মজলিশ উস শূরা কী?

উত্তর : পরামর্শ পরিষদ।

‘যন্নুরাইন’ কাকে বলা হয়?

উত্তর : হজরত ওসমান (রা.) কে।

‘যন্নুরাইন’ শব্দের অর্থ কী?

উত্তর : দুই জ্যোতির (মুহাম্মদ (সা.)-এর দুই মেয়ে রোকাইয়া এবং জয়নব) অধিকারী।

ইবনে সাবা কে ছিলেন?

উত্তর : একজন ভণ্ড মুসলমান তিনি ওসমানের রাজত্বে অপপ্রচারকারী ছিলেন।

কার বিরুদ্ধে কোরআন ভস্মীভূত করার অভিযোগ ছিল?

উত্তর : হজরত ওসমান (রা.)-এর বিরুদ্ধে।

মাওয়ালী কারা?

উত্তর : অনারবীয় নবদিক্ষীত মুসলমান।

ওসমান (রা.) কত সালে ইন্তেকাল করেন?

উত্তর : ৬৫৬ খ্রি.

উষ্টের যুদ্ধ কত সালে সংগঠিত হয়?

উত্তর : ৬৫৬ খ্রি.

সিফিফনের যুদ্ধ কত সালে সংগঠিত হয়?

উত্তর : ৬৫৭ খ্রি.

মুয়াবিয়া কে ছিলেন?

উত্তর : সিরিয়ার শাসনকর্তা।

সিফিফনের যুদ্ধ কার কার সঙ্গে সংঘটিত হয়?

উত্তর : আলী ও মুয়ারিয়ার সঙ্গে।

মদিনা থেকে সর্বপ্রথম রাজধানী স্থানান্তর করেন কে?

উত্তর : হজরত আলী (রা.)।

হিমারীয় ও মুদারীয় কারা?

উত্তর : দক্ষিণ আরবের অধিবাসী ও উত্তর আরবের অধিবাসী।

আনসার ও মোহাজের কারা?

উত্তর : আনসার মানে সাহায্যকারী মদিনাবাসী মুসলমান এবং মোহাজের হল মক্কাবাসী মুসলমান যারা মদিনায় হিজরত করেছিলেন।

হজরত আলী (রা.) কত সালে ইন্তেকাল করেন?

উত্তর : ৬৬১ খ্রি.

কোন খলিফার সময় খারেজিদের সৃষ্টি হয়?

উত্তর : হজরত আলী (রা.)-এর সময়।

খারেজি শব্দের অর্থ কী?

উত্তর : দলত্যাগী

হাসান ও হোসাইন কে ছিলেন?

উত্তর : হজরত আলী (রা.)-এর পুত্র।

দিওয়ান কী?

উত্তর : ওমর (রা.)-এর রাজস্ব বিভাগ।

জিজিয়া কী?

উত্তর : অমুসলমানদের নিরাপত্তামূলক সামরিক কর।

খারাজ কী?

উত্তর : অমুসলমানদের ভূমি কর।

উশর কী?

উত্তর : মুসলমানদের দেয় ভূমি কর।

জাকাত ও আলফে কি ধরনের কর?

উত্তর : দারিদ্র্য কর ও রাষ্ট্রীয় ভূমি কর।

মুসলিম সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার হয় কোন খলিফার সময়?

উত্তর : হজরত উমর (রা.)-এর সময়।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.8/5 - (26 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x