তৃতীয় অধ্যায় : কুরআন ও হাদিস, অষ্টম শ্রেণি
ইদগামের হরফ কয়টি?
উত্তরঃ ছয়।
সূরা ‘আল-কদর’ এ ‘কদর’ শব্দটি কত বার উল্লিখিত হয়েছে?
উত্তরঃ ৩ বার।
কুরআন মজিদে মনজিলের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৭টি।
খাইরুন শব্দের অর্থ কি?
উত্তরঃ উত্তম।
জযমযুক্ত নুনকে কী বলা হয়?
উত্তরঃ নুন সাকিন।
আল-ফাজরু শব্দের অর্থ কি?
উত্তরঃ ঊষা।
গুন্নাহ ব্যতীত ইদগামের অপর নাম কি?
উত্তরঃ ইদগামে কামেল।
ইখফা অর্থ কি?
উত্তরঃ গোপন করে পড়া।
সূরা যিলযালের আয়াত সংখ্যা কত?
উত্তরঃ ৮টি।
সূরা যিলযাল আল কুরআনের কততম সূরা?
উত্তরঃ ৯৯তম।
কালব অর্থ কি?
উত্তরঃ পরিবর্তন করে পড়া।
হরফে হালকী কয়টি?
উত্তরঃ ৬টি।
সূরা কুরাইশ পবিত্র কুরআনের কততম সূরা?
উত্তরঃ ১০৬ তম।
হস্তীবাহিনীর ঘটনাটি কত সালে ঘটে?
উত্তরঃ ৫৭০ সালে।
কুরাইশরা কিসের সম্মানে সম্মানিত?
উত্তরঃ কাবা শরিফের।
কাবাঘর ধ্বংস করার জন্য আবরাহা হাতি সংগ্রহ করেছিল কতটি?
উত্তরঃ ১১টি।
কারা উযাইর আ:-কে আল্লাহর পুত্র বলত?
উত্তরঃ ইয়াহুদিরা।
কংকর দ্বারা কে আঘাতপ্রাপ্ত হলেন?
উত্তরঃ আবরাহা।
সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত কি?
উত্তরঃ কুরআন তিলাওয়াত করা।
বিশুদ্ধভাবে ধীরে ধীরে কুরআন পড়াকে কী বলে?
উত্তরঃ তারতিল।
বিশুদ্ধভাবে থেমে থেমে কুরআন পড়াকে কী বলা হয়?
উত্তরঃ তাজবিদ।
হাদিস পবিত্র কুরআনের কি?
উত্তরঃ ব্যাখ্যা।