পড়াশোনা

পড়ে পাওয়া গল্পের প্রশ্ন ও উত্তর

1 min read

অষ্টম শ্রেণি : বাংলা

১.‘পড়ে পাওয়া’ রচনাটির লেখক কে?

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ১৮৯৪।

৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?

উত্তরঃ ১৯৫০।

৪. কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল?

উত্তরঃ বাড়ুয্যেদের।

৫. লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?

উত্তরঃ শপথ।

৬. সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে কে বাড়ি ফিরছিল?

উত্তরঃ লেখক আর বিধু।

৭. বাক্সটিতে নগদ কত টাকা ছিল?

উত্তরঃ পঞ্চাশ।

৮. নোটিশ দেওয়ার কয় দিন পরে একজন কালো লোক সামনে এসে দাঁড়াল?

উত্তরঃ চার।

৯. ‘পড়ে পাওয়া’ গল্পের কাহিনির সময়টা কখনকার?

উত্তরঃ কালবৈশাখীর।

১০. কিশোরদের দলের সরদার কে ছিল?

উত্তরঃ বিধু।

১১. ‘পড়ে পাওয়া’ গল্পের বাক্সটির টিন কোন রঙের ছিল?

উত্তরঃ সবুজ।

১২. বন্যায় কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল?

উত্তরঃ অম্বরপুর।

১৩. ‘যাবার সময় সে শাসিয়ে গেল।’ কে শাসিয়ে গেল?

উত্তরঃ দ্বিতীয় লোকটি।

১৪. কয়খানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় গাছে আঠা দিয়ে মেরে দেওয়া হলো?

উত্তরঃ তিন।

১৫. কার বাড়ির বিচুলিগাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা?

উত্তরঃ বাদল।

১৬. বাক্স পাওয়ার কথা কাগজে লিখে কোন বাড়িতে খোঁজ করার কথা বলা হয়েছিল?

উত্তরঃ রায়বাড়িতে।

১৭. ‘বিধু বড় হলে উকিল হবে’—এ কথা সবাই বলত কেন?

উত্তরঃ বিধু খুব বুদ্ধিমান বলে।

১৮. তেঁতুলগাছের ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণ কী?

উত্তরঃ পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্যস্ত হওয়ায়।

১৯. ‘এবার চাকরি না করলে স্ত্রী-পুত্র না খেয়ে মরবে।’ উক্তিটি কার?

উত্তরঃ কাপালির।

২০. বাবার মুখ দিয়ে একটি কথাও বেরুল না কেন?

উত্তরঃ ছেলেদের সততার দৃষ্টান্ত দেখে।

২১. ‘একেই বলে বাবু অদেষ্ট’। এখানে ‘অদেষ্ট’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ ভাগ্য।

২২. ‘এরপর আর আমাদের সন্দেহ রইল না’—কিসের সন্দেহ?

উত্তরঃ ঝড় আসার।

২৩. বিধু কান খাড়া করে ছিল কেন?

উত্তরঃ আকাশে মেঘের আওয়াজ শোনার জন্য।

২৪. ‘ওরা সাক্ষী থাকবে কি না?’—কিসের সাক্ষী?

উত্তরঃ বাক্সটি ফেরত দেওয়ার।

২৫. ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য—

উত্তরঃ নৈতিক চেতনার বিকাশ, অপরের সম্পদ হরণ।

২৬. বিধু অত সহজে ভুলবার পাত্র নয় কেন?

উত্তরঃ বাক্সের মালিকের চোখের জলে সে ভোলেনি।

২৭. ‘দিব্যি’ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়?

উত্তরঃ শপথ।

২৮. ধানের খড়ের স্তূপের সঙ্গে নিচের কোন শব্দটির সম্পর্ক রয়েছে?

উত্তরঃ বিচালিগাদা।

২৯. গুপ্ত মিটিং কোথায় বসল?

উত্তরঃ ভাঙা নাটমন্দিরের কোণে।

৩০. বাক্স খোঁজার জন্য কাগজে কোন বাড়ির কথা উল্লেখ করা হয়েছে?

উত্তরঃ রায়বাড়ি।

৩১. বাড়ুয্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আম এ অঞ্চলে বিখ্যাত কেন?

উত্তরঃ অধিক মিষ্টি বলে।

৩২. বিধু কেন বাদলকে কাগজে লিখতে বলল?

উত্তরঃ অন্যরা লিখতে পারত না বলে।

৩৩. ‘আমরা তেঁতুলগাছের গুঁড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম।’ কেন কিশোরেরা গুঁড়ির আড়ালে আশ্রয় নিল?

উত্তরঃ বৃষ্টির ঝাপটা থেকে বাঁচার জন্য।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x