অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ত্রয়োদশ অধ্যায় প্রশ্ন ও উত্তর

সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই আয়োজন। আশাকরি তোমরা উপকৃত হবে। আজকে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর ১৩তম অধ্যায় (বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা) থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

প্রশ্ন-১। ‘UNESCO ‘ কি?

উত্তর : জাতিসংঘের একটি সামাজিক সংস্থা।

প্রশ্ন-২। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ প্যারিস।

প্রশ্ন-৩। ইউনেস্কোর পুরো নাম কি?

উত্তরঃ ইউনেস্কোর পুরো নাম– United Nations Educational Scientific and Cultural Organisation.

প্রশ্ন-৪। ইউনেস্কো (UNESCO) কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৪৬ সালে।

প্রশ্ন-৫। কোন সংস্থার সদস্য সংখ্যা বেশি?

উত্তর : UNESCO।

প্রশ্ন-৬। কোনটি ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র?

উত্তর : বিজ্ঞান।

প্রশ্ন-৭। ইউনেস্কোর বর্তমান সদস্য রাষ্ট্র কতটি?

উত্তরঃ ১৯৫ টি।

প্রশ্ন-৮। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?

উত্তরঃ নেদারল্যান্ড।

প্রশ্ন-৯। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : রোম।

প্রশ্ন-১০। জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?

উত্তর : জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকতা মহাসচিব।

প্রশ্ন-১১। কী লক্ষ্য নিয়ে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়?

উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্য নিয়ে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন-১২। UNICEF-এর পূর্ণরূপ কী?

উত্তর : UNICEF-এর পূর্ণরূপ হলো— United Nations International Children’s Emergency Fund.

প্রশ্ন-১৩। জলপাই পাতা কীসের প্রতীক?

উত্তর : জলপাই পাতা শান্তির প্রতীক।

প্রশ্ন-১৪। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : WHO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

UNFPA কাজ করছে–

উত্তর : পরিবার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে।

কোন সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ত্রান সাহায্যের লক্ষ্যে গঠিত হয়েছিল?

উত্তর : ইউনিসেফ।

ইউনিসেফের সদরদপ্তর কোথয় অবস্থিত?

উত্তর : নিউইয়র্ক।

মা ও শিশুর উন্নয়নে কোন সংস্থাটি কাজ করছে?

উত্তর : ইউনিসেফ।

কত সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে এদেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করছে?

উত্তর : ১৯৭৭।

পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?

উত্তর : ১৯৫ টি।

উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে কোন সংস্থা?

উত্তর : ইউনিসেফ।

UNICEF  এর পূর্ণরুপ কি?

উত্তর : The United National Children’s Emergency Fund.

ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর : ১৯৪৬  সালে।

ইউনিসেফ শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে কত সালে?

উত্তর : ১৯৬৫  সালে।

ঢাকায় ইউনিসেফ এর অফিস প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর : ১৯৫১ সালে।

UNDP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : নিউইয়র্ক।

ইউএনডিপি কত সালে গঠিত হয়?

উত্তর : ১৯৬৫।

UNDP এর পূর্ণরুপ কি?

উত্তর : The United Nations Development Programme.

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

উত্তরঃ বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।

UNICEF-এর পূর্ণরূপ কী?

উত্তরঃ UNICEF-এর পূর্ণ রূপ হলো The United Nations Children’s Emergency Fund.

UNFPA কীভাবে কার্যক্রম পরিচালনা করে?

উত্তর : UNFPA বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত আঞ্চলিক অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে।

নিরাপত্তা পরিষদ বলতে কী বোঝ?

উত্তরঃ নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ ও কার্যকরী সভা। ৫টি স্থায়ী ও ১০ টি অস্থায়ীসহ মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে এটি গঠিত। ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্ত্ররাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এসব দেশের প্রত্যেকটির ‘ভেটো’ প্রদান বা কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে।

ইউনিসেফ গঠন করা হয় কেন?

উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ গঠন করা হয়। ১৯৮৬ সালে আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তায় কাজ শুরু করে। ১৯৫০ সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণে কাজ করে আসছে।

বাংলাদেশ UNDP-র কার্যক্রম ব্যাখ্যা করো।

উত্তরঃ UNDP ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হলেও জাতিসংঘের সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করে থাকে। বাংলাদেশেও এর কার্যক্রম বিস্তৃত।

১৯৭২ সাল থেকে বাংলাদেশ UNDP-র সহায়তা পেয়ে আসছে। UNDP-র কাজের ক্ষেত্র ৬টি, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, সংকট মোকাবিলা, পরিবেশ উন্নয়ন, গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতা করে আসছে।

আন্তর্জাতিক আদালতের কাজ কী?

উত্তর : সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ দেশের অন্য যেকোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। ২০১২ সালে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে একটি বিরোধে বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ কী?

উত্তর : অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক, অর্থনৈতিক সমস্যা, যেমন দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে।

জাতিসংঘের কোন শাখা বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে? এই সংস্থার সদস্য কারা?

উত্তর : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে। এর পাঁচটি সদস্য রাষ্ট্র হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন।

জাতিসংঘের দুটি উদ্দেশ্য লেখো?

উত্তর : জাতিসংঘের দুটি উদ্দেশ্য হচ্ছে–

১. বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।

২. বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।

CASE কী? এর লক্ষ্য কী?

উত্তর : CASE হলো Clean Air and Sustainable Environment (বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ)। এর লক্ষ্য যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা।

UNDP-এর কাজ কি?

উত্তর : ইউএনডিপির মূল কাজ বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন করা। বাংলাদেশে পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে এই প্রতিষ্ঠান কাজ করে।

ইউনিসেফের কাজগুলো কী?

উত্তর : ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান ইত্যাদি কাজ করে।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ত্রয়োদশ অধ্যায় প্রশ্ন ও উত্তর” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts