পড়াশোনা

এইচএসসি (HSC) অর্থনীতি ১ম পত্র ১০ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. যে বস্তু দেনাপাওনা মেটানোর কার্যে ব্যাপকভাবে গৃহীত হয়, তাকে কী বলা হয়?

ক. অর্থ  খ. দ্রব্য

গ. চাহিদা  ঘ. উপযোগ

২. অর্থ এমন একটি জিনিস, যা বিনিময়ের মাধ্যম হিসেবে সবার নিকট গ্রহণযোগ্য এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। এ সংজ্ঞাটি কার?

ক. অর্থনীতিবিদ Crowther

খ. অর্থনীতিবিদ Sayers

গ. অর্থনীতিবিদ Robertson

ঘ. অর্থনীতিবিদ J M Keynes

৩. বাংলাদেশের হিসাবগত মুদ্রার নাম কী?

ক. দিনার  খ. টাকা

গ. ডলার  ঘ. কয়েন

৪. ব্যাংকের চেক, প্রাইজবন্ড কোন ধরনের মুদ্রা?

ক. হিসাবগত মুদ্রা

খ. প্রকৃত মুদ্রা

গ. বিহিত মুদ্রা

ঘ. ঐচ্ছিক মুদ্রা

৫. Money is a matter of functions four: a medium, a measure, a standard, a store. কে বলেছেন?

ক. Sayers  খ. Robertson

গ. Crowther ঘ. J M Keynes

৬. অর্থের কার্যাবলিগুলো হলো–

i. বাণিজ্যিক কার্যাবলি

ii. সামাজিক কার্যাবলি

iii. মনস্তাত্ত্বিক কার্যাবলি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. ii ও iii

গ. i ও iii  ঘ. i, ii ও iii

৭. ‘সামাজিক মর্যাদা’ অর্থের কোন ধরনের কার্যাবলির আওতাধীন?

ক. বাণিজ্যিক কার্যাবলি

খ. সামাজিক কার্যাবলি

গ. মনস্তাত্ত্বিক কার্যাবলি

ঘ. অর্থনৈতিক কার্যাবলি

৮. নিকৃষ্ট মুদ্রা উত্কৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে। অর্থনীতিতে এটি কোন বিধি নামে পরিচিত?

ক. চাহিদা বিধি

খ. জোগান বিধি

গ. গ্রেসান্সের মুদ্রা বিধি

ঘ. প্রান্তিক উপযোগ বিধি

৯. নগদ অর্থ হাতে রাখার ইচ্ছাকে কী বলে?

ক. আকাঙ্ক্ষা খ. অর্থনীতি

গ. অর্থের চাহিদা ঘ. সামগ্রিক চাহিদা

১০. অর্থের চাহিদাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. দুই  খ. তিন

গ. চার  ঘ. পাঁচ

১১. Transaction demand দ্বারা কী প্রকাশ পায়?

ক. অর্থের লেনদেন চাহিদা

খ. অর্থের সতর্কতামূলক চাহিদা

গ. অর্থের ফটকা চাহিদা

ঘ. অর্থনৈতিক চাহিদা

১২. অর্থের ফটকা চাহিদা মূলত কিসের ওপর নির্ভর করে?

ক. অর্থের জোগানের ওপর

খ. সুদের হারের ওপর

গ. বিনিয়োগের ওপর

ঘ. মুদ্রাস্ফীতির ওপর

১৩. সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা কী হয়?

ক. কমে

খ. বাড়ে

গ. স্থির থাকে

ঘ. অপরিবর্তিত থাকে

১৪. নিচের কোনটি অর্থের মোট চাহিদা অপেক্ষক?

ক. C = f(Q)

খ. D = f(P)

গ. S = f(P)

ঘ. L = L1(Y) + L2(i)

১৫. জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে কী বলে?

ক. অর্থের জোগান

খ. অর্থের চাহিদা

গ. মোট আমানত

ঘ. অর্থের জামানত

১৬. নিচের কোনটি সংকীর্ণ মুদ্রার সমীকরণ?

ক. M = CU + DD

খ. M = CU + DD + TTD

গ. M = M2 + LDD

ঘ. M = CU + R

১৭. লেনদেনের উদ্দেশ্যে যে গতিতে অর্থ এক হাত থেকে অন্য হাতে ধাবিত হয়, তাকে কী বলে?

ক. প্রবাহ

খ. প্রচলন

গ. গতিশীলতা

ঘ. অর্থের প্রচলন গতি

১৮. অর্থের মূল্য বলতে সাধারণত অর্থের কী বোঝায়?

ক. ক্রয়ক্ষমতাকে বোঝায়

খ. অর্থের দামকে বোঝায়

গ. দ্রব্যমূল্যকে বোঝায়

ঘ. চাহিদাকে বোঝায়

নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৯ নম্বর ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও—

 

১৯. উদ্দীপকে প্রদত্ত চিত্রে দাম এবং অর্থের মূল্যের মধ্যে কী রূপ সম্পর্ক দেখানো হয়েছে?

ক. ধনাত্মক  খ. ঋণাত্মক

গ. অসীম  ঘ. শূন্য

২০. দাম স্তর P2 থেকে P1 এ বৃদ্ধি পাওয়ায় অর্থের মূল্যের কী পরিবর্তন ঘটে?

ক. Vm1 থেকে Vm2 এ হ্রাস পায়

খ. Vm2 থেকে Vm1 এ হ্রাস পায়

গ. Vm2 থেকে Vm1 এ বৃদ্ধি পায়

ঘ. কোনো পরিবর্তন হয় না

২১. নিচের কোনটি ফিশারীয় সমীকরণ?

ক. M = V  খ. M = KPT

গ. MV = PT  ঘ. MV = P

২২. MV = PT সমীকরণের MV এবং PT দ্বারা কী প্রকাশ পায়?

ক. মূল্যস্তর এবং চাহিদা

খ. অর্থের চাহিদা এবং অর্থের জোগান

গ. লেনদেনযোগ্য দ্রব্য ও সেবার পরিমাণ

ঘ. অর্থের পরিমাণ এবং অর্থের প্রচলন গতি

২৩. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম মূল লক্ষ্য কী?

ক. বেকারত্ব হ্রাস করা

খ. বিনিয়োগ করা

গ. মুনাফা অর্জন করা

ঘ. ব্যবসা করা

২৪. নিচের কোনটি কেমব্রিজ সমীকরণ?

ক. M = V

খ. MV = P

গ. M = KPT

ঘ. MV = PT

২৫. M = 200, K = 0.2 এবং T = 100 হলে, কেমব্রিজ সমীকরণ অনুযায়ী P = কত?

ক. 5  খ. 10

গ. 20  ঘ. 50

২৬. ব্যাংক তার নিজের এবং অন্য লোকের ঋণের কারবার করে। কে বলেন?

ক. মার্শাল

খ. অ্যাডাম স্মিথ

গ. জে এম কেইন্স

ঘ. অর্থনীতিবিদ ক্রাউথার

২৭. যে ব্যাংক দেশের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে থেকে অর্থনৈতিক সমতা বিধান ও মূল্যস্তর স্থিতিশীল রাখতে সচেষ্ট হয়, তাকে কোন ধরনের ব্যাংক বলা হয়?

ক. কেন্দ্রীয় ব্যাংক

খ. বাণিজ্যিক ব্যাংক

গ. বিশেষায়িত ব্যাংক

ঘ. রাষ্ট্রীয় ব্যাংক

২৮. দেশের কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য কী?

i. মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা

ii. অর্থের প্রচলন ও নিয়ন্ত্রণ

iii. মুদ্রা বাজার নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. ii ও iii

গ. i ও iii  ঘ. i, ii ও iii

২৯. নোট প্রচলন করা কোন ব্যাংকের কার্যাবলির আওতাধীন?

ক. বিশেষায়িত ব্যাংকের

খ. বাণিজ্যিক ব্যাংকের

গ. কেন্দ্রীয় ব্যাংকের

ঘ. রাষ্ট্রীয় ব্যাংকের

উত্তর :–

১.ক; ২.ক; ৩.খ; ৪.ঘ; ৫.গ; ৬.ঘ; ৭.খ; ৮.গ; ৯.গ; ১০.খ; ১১.ক; ১২.খ; ১৩.খ; ১৪.ঘ; ১৫.ক; ১৬.ক; ১৭.ঘ; ১৮.ক; ১৯.খ; ২০.খ; ২১.গ; ২২.খ; ২৩.গ; ২৪.গ; ২৫.খ; ২৬.ঘ; ২৭.ক; ২৮.ঘ; ২৯.গ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x