মনিটর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (Monitor related Question and Answer)

প্রশ্ন-১। মনিটর কি? (What is Monitor?)

উত্তরঃ মনিটর একটি আউটপুট ডিভাইস (Device)। এটি দেখতে অনেকটা টেলিভিশনের মতো। এটি কম্পিউটারের তথ্য প্রদর্শনের একটি মাধ্যম।

প্রশ্ন-২। মনিটর কত প্রকার ও কি কি?

উত্তরঃ মনিটর সাধারণত তিন প্রকার। যথা– ১. CRT বা ক্যাথোড রে টিউব, ২. LCD বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং ৩. LED বা লাইট এমিটিং ডায়োড। LCD এবং LED মনিটর হালকা পাতলা, দেখতে আকর্ষণীয় এবং বিদ্যুৎ খরচ CRT মনিটরের তুলনায় অনেক কম। বিভিন্ন দিক বিবেচনা করে LCD বা LED মনিটর ব্যবহার করায় উত্তম।

প্রশ্ন-৩। CRT মনিটর কী?

উত্তরঃ CRT মনিটরের প্রধান অংশ হল ক্যাথোড রে টিউব। এটি একটি বায়ুশূন্য কাঁচের টিউব যার মধ্যে খুব কম চাপে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। মনিটরের কাঁচের স্ক্রিনের ভিতরের দিকের গায়ে অসংখ্য ছোট ছোট ফসফর বিন্দু থাকে যার উপর ইলেকট্রন পড়লে আলো বিকিরণ করে।

প্রশ্ন-৪। মনিটরের রংয়ের উপর ভিত্তি করে মনিটরকে কত ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ মনিটরের রংয়ের উপর ভিত্তি করে মনিটরকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১। রঙিন মনিটর।

২। একরভা বা একরভা মনোক্রম মনিটর।

৩। গ্রে স্কেল মনিটর।

প্রশ্ন-৫। মনিটরের কাজ কি?

উত্তরঃ লেখা ও ছবি দেখানো।

প্রশ্ন-৬। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?

উত্তরঃ ভিজিএ কার্ড।

প্রশ্ন-৭। পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ কি?

উত্তরঃ পিক্সেল।

প্রশ্ন-৮। কোন রঙগুলোর সমন্বয়ে রঙিন মনিটরে বিভিন্ন রঙের ছবি তৈরি হয়?

উত্তরঃ red, green and blue

প্রশ্ন-৯। চোখের উপর চাপ কমাতে চোখ থেকে মনিটরটি কত দূরে স্থাপন করা উচিত?

উত্তরঃ 2-3 feet

প্রশ্ন-১০। কম্পিউটার মনিটরের ক্ষেত্রে কোন শব্দটি ছবির সূক্ষ্মতা নির্দেশ করে?

উত্তর৪ Resolution।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *