চার্জের তল ঘনত্ব কী? তড়িৎ প্রাবল্য কাকে বলে? ব্যাখ্যা করো।

চার্জের তল ঘনত্ব কী?

পরিবাহীর তলে কোনো বিন্দুর চতুর্দিকে ক্ষুদ্র ক্ষেত্রফলে অবস্থিত চার্জের পরিমাণ এবং ঐ ক্ষুদ্র ক্ষেত্রফলের অনুপাতকে চার্জের তল ঘনত্ব বলে।

তড়িৎ প্রাবল্য কাকে বলে? ব্যাখ্যা করো।

তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে।

তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত +q আধান যদি F বল অনুভব করে তাহলে ঐ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে, E = F/q।

যেহেতু তড়িৎ প্রাবল্য হলো একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, সুতরাং প্রাবল্যের দিক আছে এবং একক ধনাত্মক আধান যেদিকে বল অনুভব করে তড়িৎ প্রাবল্যের দিক হয় সে দিকে।

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top