অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বয়স কত বছর?
ক. পঁচিশ খ. ছাব্বিশ
গ. সাতাশ ঘ. আটাশ
২. ‘অপরিচিতা’ গল্পে কী করে অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করেছিলেন?
ক. ব্যবসা খ. ওকালতি
গ. ডাক্তারি ঘ. দালালি
৩. ‘অপরিচিতা’ গল্পে অনুপম কী পাস করেছে?
ক. এফএ খ. বিএ
গ. এমএ ঘ. এমএসসি
৪. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
ক. বিনু খ. হরিশ
গ. প্রতাপ ঘ. অর্পণ
৫. ‘অপরিচিতা’ গল্পে কে শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না?
ক. অনুপমের মামা
খ. অনুপম
গ. হরিশ
ঘ. বিনুদা
৬. ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেন পেশায় কী?
ক. প্রকৌশলী খ. ডাক্তার
গ. ব্যবসায়ী ঘ. শিক্ষক
৭. মেয়েটির কণ্ঠস্বর শুনে অনুপমের মন ভরে যাওয়ার কারণ—
i. মধুর বলে
ii. পরিচিত বলে
iii. সুরেলা বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের মামা তার চেয়ে কত বছরের বড়?
ক. ছয় খ. সাত
গ. আট ঘ. নয়
৯. হরিশ কোথায় কাজ করে?
ক. কলকাতা খ. বেনারস
গ. পাঞ্জাব ঘ. কানপুর
১০. ‘খোকনের ভাষাটা এমন যে তিনি অহমিকাকে বলেন দাম্ভিকতাপূর্ণ।’ খোকনের সঙ্গে মিল রয়েছে—
i. হরিশের
ii. বিনুর
iii. অনুপমের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও iii
১১. মেয়ের বিয়েতে পণ দিতে শম্ভুনাথবাবু দ্বিধা করবেন না কেন?
ক. ধনী বলে
খ. একমাত্র মেয়ে বলে
গ. উদার মানুষ বলে
ঘ. জামাই ভালো বলে
১২. ‘অপরিচিতা’ গল্পে কেন কন্যাপক্ষকে কলকাতায় আসতে হলো?
ক. বিবাহ উপলক্ষে
খ. গায়েহলুদের জন্য
গ. পণ নির্ধারণে
ঘ. পাত্র দেখতে
১৩. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠল কেন?
ক. অপমানে খ. লজ্জায়
গ. রাগে ঘ. পরাজয়ে
১৪. ‘সে যেন এই তারাময়ী রাত্রির মতো।’ এখানে অনুপমের যে দিক প্রকাশিত হয়েছে—
i. সরলতা
ii. স্নিগ্ধতা
iii. আকুলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. অনুপমের মামা দুই চোখ মেলে অবাক হয়ে তাকিয়ে রইলেন কেন?
ক. কল্যাণীকে দেখে
খ. শম্ভুনাথের কথা শুনে
গ. গয়না দেখে
ঘ. বিয়ের আয়োজন দেখে
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও
দিশা ও তামিমের মধ্যে বিয়ে হওয়ার কথা। কিন্তু কেউ কাউকে আগে কখনো দেখেনি। ফলে একই ট্রেনে যাওয়া সত্ত্বেও কেউ কাউকে চিনতে পারল না।
১৬. উদ্দীপকের চরিত্রের সঙ্গে কাদের সাদৃশ্য রয়েছে?
ক. মসিঁয়ে ও মাতিলদা
খ. জগু ও আহ্লাদী
গ. কল্যাণী ও অনুপম
ঘ. বুড়ি ও করাতি
১৭. উপরোক্ত চরিত্রের মধ্যে বিবাহ না হওয়ার জন্য দায়ী—
i. তৎকালীন সমাজ
ii. যৌতুকব্যবস্থা
iii. হীনম্মন্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ট্রেনে অনুপমের ভালো ঘুম হলো না কেন?
ক. ঝাঁকুনিতে খ. আর্দালির চিন্তায়
গ. মাথাব্যথায় ঘ. অপরিচিতার ভাবনায়
১৯. ‘মোহনকে তার শিক্ষক বিদ্রূপ করত।’ মোহনের সঙ্গে মিল রয়েছে কার?
ক. বিনু খ. শম্ভুনাথ
গ. হরিশ ঘ. অনুপম
২০. কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল?
ক. হরিশ খ. মিঠুন
গ. বিনু ঘ. গোবিন্দ
উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও
সড়ক দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পর মা–বাবার শত চাপেও দ্বিতীয় বিবাহ না করে সংসার নির্বাহের জন্য স্কুলে শিক্ষকতা শুরু করে ফাহমিদা।
২১. উদ্দীপকের ফাহমিদা ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের অনুরূপ?
ক. কল্যাণী খ. অনুপম
গ. হরিশ ঘ. শম্ভুনাথ
২২. যেদিক দিয়ে উক্ত চরিত্রদ্বয়ের মিল—
i. বিবাহের সিদ্ধান্তের দিক থেকে
ii. পেশা গ্রহণের দিক থেকে
iii. চেতনাগত দিক থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. অনুপমের মামার চরিত্রের কোন বৈশিষ্ট্য অসামঞ্জস্যপূর্ণ?
ক. লোভী খ. সন্দেহপ্রবণ
গ. স্বার্থপর ঘ. পরোপকারী
২৪. অনুপমের মামা কেন তাঁর বিয়ের সম্বন্ধের কথা তুলতে পারেন না?
ক. ভয়ে খ. লজ্জায়
গ. অপমানে ঘ. অভিমানে
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
মায়মুনা শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে মায়ের কাছে ফিরে এলে, সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে মায়মুনাকে আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
২৫. মায়মুনার সঙ্গে পরিণতির বিষয়ে বৈসাদৃশ্য রয়েছে কার?
ক. দিগম্বরীর খ. মাতিলদার
গ. কল্যাণীর ঘ. ফোরস্টিয়ার
২৬. উক্ত বৈসাদৃশ্যের স্বরূপ—
i. ব্যক্তিত্ববান
ii. আত্মসচেতন
iii. দারিদ্র্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. হরিশের ক্ষেত্রে কোন শব্দটি অধিক গ্রহণযোগ্য?
ক. রাগী খ. সরল
গ. লম্পট ঘ. রসিক
২৮. ‘অপরিচিতা’ গল্পে স্টেশনমাস্টার ছিল। ফাঁকা ঘরটিতে কোন শব্দটির সঠিক প্রয়োগ হবে?
ক. ভারতীয় খ. ইতালীয়
গ. ফরাসি ঘ. ইংরেজ
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও
কে তুমি সেজেছ নারী/ চিনেও চিনিতে নারি
উদার লাবণ্য তব
রহিয়াছে ভরিয়া ভব, তুমিই বিশ্বের জ্যোতি।
২৯. উদ্দীপকের কবির বর্ণনায় তোমার পঠিত কোন চরিত্রের ভাবগত সাদৃশ্য পাওয়া যায়?
ক. অনুপম খ. হরিশ
গ. বিনু ঘ. শম্ভুনাথ
৩০. সাদৃশ্য পাওয়া যায় উভয়ের মধ্যে যে বিষয়ে—
i. রোমান্টিক চেতনায়
ii. ব্যক্তিগত অপূর্ণতায়
iii. উচ্চাকাঙ্ক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ–
১.গ; ২.খ; ৩.গ; ৪.ক; ৫.ক; ৬.খ; ৭.ক; ৮.ক; ৯.ঘ; ১০.খ; ১১.খ; ১২.ক; ১৩.ক; ১৪.গ; ১৫.খ; ১৬.গ; ১৭.গ; ১৮.ঘ; ১৯.ঘ; ২০.গ; ২১.ক; ২২.ঘ; ২৩.ঘ; ২৪.খ; ২৫.গ; ২৬.ক; ২৭.ঘ; ২৮.ঘ; ২৯.ক; ৩০.ক;