মাসি-পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. মানিক বন্দ্যোপাধ্যায় কত তারিখে জন্মগ্রহণ করেন?

উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালের ১৯শে মে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম কী?

উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম ‘অতসীমামী’।

প্রশ্ন-৩. ‘মাসি-পিসি’ গল্প কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উত্তর : ‘মাসি-পিসি’ গল্পটি কলকাতার ‘পূর্বাশা’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

প্রশ্ন-৪. ‘মাসি-পিসি’ গল্পের রচয়িতা কে?

উত্তর : ‘মাসি-পিসি’ গল্পের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন-৫. কার মাথায় কদমছাঁটা রুক্ষ চুল?

উত্তর : কৈলাশের মাথায় কদমছাঁটা রুক্ষ চুল।

প্রশ্ন-৬. মাসি-পিসি শহরের বাজারে কী বিক্রি করত?

উত্তর : মাসি-পিসি শহরের বাজারে শাকসবজি, ফলমূল বিক্রি করত।

প্রশ্ন-৭. সালতি কি?

উত্তর : সালতি হলো শালকাঠ বা তালকাঠের সরু ডোঙা।

প্রশ্ন-৮. আহ্লাদির স্বামীর নাম কি?

উত্তর : আহ্লাদির স্বামীর নাম জগু।

প্রশ্ন-৯. কে আহ্লাদিকে শ্বশুর ঘরে পাঠানোর কথা বলেছে?

উত্তর : কৈলাশ আহ্লাদিকে শ্বশুর ঘরে পাঠানোর কথা বলেছে।

প্রশ্ন-১০. ‘এবার সে মামলা করবে বৌ নেবার জন্যে’– কে মামলা করবে

উত্তর : বৌ নেবার জন্যে জগু মামলা করবে।

প্রশ্ন-১১. মাসি-পিসি জামাইকে আপ্যায়ন করার জন্যে কী বিক্রি করেছিল?

উত্তর : মাসি-পিসি জামাইকে আপ্যায়ন করার জন্যে ছাগল বিক্রি করেছিল।

প্রশ্ন-১২. আহ্লাদির বাবা, মা, ভাই কোন রোগে মারা যায়?

উত্তর : আহ্লাদির বাবা, মা, ভাই কলেরায় মারা যায়।

প্রশ্ন-১৩. আহ্লাদির জমি-জমার অধিকাংশ কার দখলে গেছে?

উত্তর : আহ্লাদির জমি-জমার অধিকাংশ গোকুলের দখলে গেছে।

প্রশ্ন-১৪. ‘মাসি – পিসি’ গল্পে বর্ণিত ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে কে?

উত্তর : ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি।

প্রশ্ন-১৫. ‘ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’- উক্তিটি কার?

উত্তর : ‘ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়’— উক্তিটি পিসির।

প্রশ্ন-১৬. কী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল?

উত্তর : শুক্লপক্ষের একাদশী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল।

প্রশ্ন-১৭. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছে?

উত্তর : কানাইয়ের সাথে গোকুলের তিনজন পেয়াদা এসেছে।

প্রশ্ন-১৮. পাতার ফাঁকে কার মাথায় জ্যোৎস্না পড়েছে?

উত্তর : পাতার ফাঁকে বৈদ্যের মাথায় জ্যোৎস্নার আলো পড়েছে।

প্রশ্ন-১৯. ‘বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব’— কথাটি কে বলেছিল?

উত্তর : ’বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব’— কথাটি মাসি বলেছিল।

প্রশ্ন-২০. কানাই চৌকিদার মাসি-পিসিকে কোথায় যেতে হুকুম করে?

উত্তর : কানাই চৌকিদার মাসি-পিসিকে কাছারিবাড়িতে যেতে হুকুম করে।

প্রশ্ন-২১. ‘মাসি-পিসি’ প্রতিবেশীদের হাঁকডাক শুরু করেছিল কেন?

উত্তর : কানাইদের ভড়কে দেওয়ার জন্যে ‘মাসি-পিসি’ প্রতিবেশীদের হাঁকডাক শুরু করেছিল।

প্রশ্ন-২২. যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কী চুবিয়ে রাখে?

উত্তর : যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কাঁথা-কম্বল জলে চুবিয়ে রাখে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *