এসএসসি (SSC) বিজ্ঞান ৮ম অধ্যায় প্রশ্ন ও উত্তর

সাব সয়েল কি?

উত্তরঃ মাটির দ্বিতীয় স্তরটিই হলো সাব-সয়েল যা খনিজ পদার্থে ভরা এবং সামান্য হিউমাস সমৃদ্ধ।

হিউমাস কী?

উত্তরঃ হিউমাস হলো মাটিতে বিদ্যমান জৈব পদার্থ যা অ্যামিনো এসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন ও অন্যান্য অ্যারোমেটিক যৌগের সমন্বয়ে গঠিত।

প্রাকৃতিক গ্যাসের ২টি ব্যবহার লিখ।

উত্তরঃ প্রাকৃতিক গ্যাসের ২টি ব্যবহার হলো-

১) ইউরিয়া সার তৈরির কাঁচামাল তৈরিতে।

২) বিদ্যুৎ উৎপাদন করতে।

উদাহরণসহ দুর্বল এসিডের সংজ্ঞা দাও।

উত্তরঃ যেসব এসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় সেগুলোই দুর্বল এসিড। যেমন- এসিটিক এসিড, সাইট্রিক এসিড ইত্যাদি।

মাটিতে বিদ্যমান জৈব পদার্থকে কী বলে?

উত্তরঃ মাটিতে বিদ্যমান জৈব পদার্থকে হিউমাস বলে।

টপ সয়েল বলতে কী বোঝ?

উত্তরঃ মাটির উপরের স্তরকে টপ সয়েল বলে। এই স্তরে উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহের পচন শুরু হয় এবং উৎপাদিত পদার্থসমূহ এখানেই অবস্থান করে। এই স্তরের মাটি সাধারণত বালুময় হয়।

প্রকৃতিতে কত ধরনের খনিজ পদার্থ রয়েছে?

উত্তরঃ প্রকৃতিতে ২৫০০ ধরনের খনিজ পদার্থ রয়েছে।

একই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা উচিৎ কেন?

উত্তরঃ একই জমিতে একই ফসল বার বার চাষ করলে জমিতে pH মানের প্রভাব পড়ে। ফলে কয়েক বছর পর ঐ জমি উক্ত ফসলের জন্য উপযুক্ত pH মানে সরবরাহ করতে পারে না। ফলে ফসলের উৎপাদন হ্রাস পায়। আবার একই ফসল বারবার একই জমিতে চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়। তাই একই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *