এইচএসসি (HSC) সমাজবিজ্ঞান ১ম পত্র একাদশ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ‘Social Change’ গ্রন্থটির লেখক কে?

ক. নিমকফ    খ. ডব্লিউ এফ অগবার্ন

গ. হার্বার্ট স্পেন্সার    ঘ. অগাস্টাস ডি মর্গান

২. বাংলাদেশে গত বছর থেকে এ বছর বার্ষিক আয় বৃদ্ধি পেল—এতে কী হয়েছে?

ক. পরিবর্তন    খ. উন্নয়ন

গ. প্রগতি    ঘ. অর্থনীতি

৩. সামাজিক পরিবর্তনকে সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তন বলেছে কে?

ক. রবার্টসন    খ. জিন্সবার্গ

গ. রস    ঘ. গিলিন

৪. স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন?

ক. জেমস ওয়াট    খ. ফ্যারাডে

গ. বেয়ার্ড    ঘ. ফ্লেমিং

৫. বাংলাদেশে বিগত দশকের তুলনায় শিক্ষার হার বেড়েছে। এর দ্বারা মূলত কী হয়েছে?

ক. পরিবর্তন    খ. উন্নয়ন

গ. প্রগতি    ঘ. বিবর্তন

৬. নোয়াখালীর সোন্দুলপুর এলাকায় সম্প্রতি একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার হওয়ায় ওই অঞ্চলের মানুষের কর্মসংস্থান বেড়েছে। সোন্দুলপুরবাসীর সামাজিক পরিবর্তনে কোন ধরনের ভূমিকা রেখেছে?

ক. জৈবিক উপাদান

খ. জনসংখ্যার পরিবর্তন

গ. প্রযুক্তিগত পরিবর্তন

ঘ. ভৌগোলিক উপাদান

৭. কার্ল মার্ক্স সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন কিসের ওপর?

ক. কাঠামোর ওপর

খ. দ্বন্দ্বের ওপর

গ. ভাবের ওপর

ঘ. সম্পদের ওপর

৮. কার্ল মার্ক্স সমাজব্যবস্থাকে কয়টি স্তরে ভাগ করেন?

ক. তিন    খ. চার

গ. পাঁচ    ঘ. ছয়

৯. এলিট–সম্পর্কিত ধারণা দেন কে?

ক. ডুর্খেইম    খ. ওয়েবার

গ. মার্টন    ঘ. প্যারেটো

১০. ‘ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র’—এটি কার মত?

ক. ডুর্খেইম    খ. ওয়েবার

গ. মার্টন    ঘ. প্যারেটো

উত্তর :

১.খ; ২.খ; ৩.গ; ৪.ক; ৫.গ; ৬.ঘ; ৭.খ; ৮.গ; ৯.ঘ; ১০.ঘ;

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *