জাদুঘরে কেন যাব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯২৭ খ. ১৯৩৭
গ. ১৯৩৮ ঘ. ১৯৪৭
সঠিক উত্তর : খ;
আনিসুজ্জামানের মায়ের নাম কী?
ক. সৈয়দা খাতুন খ. আছিয়া খাতুন
গ. আম্বিয়া খাতুন ঘ. সায়রা খাতুন
সঠিক উত্তর : ক;
কোন দেশে প্রথম পাবলিক জাদুঘর গড়ে ওঠে?
ক. মিশরে খ. ফ্রান্সে
গ. ব্রিটেনে ঘ. ভারতে
সঠিক উত্তর : গ;
কোন শতকে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে?
ক. তৃতীয় শতকে
খ. পঞ্চদশ শতকে
গ. সতের শতকে
ঘ. আঠারো শতকে
সঠিক উত্তর : গ;
জাদুঘর সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের কারণ ঘটায় কীভাবে?
ক. ভাবাদর্শ ছড়ানোর মাধ্যমে
খ. অর্জিত জ্ঞানের মাধ্যমে
গ. অবাধ বিনিময়ের মাধ্যমে
ঘ. প্রাচীন জিনিস প্রদর্শনের মাধ্যমে
সঠিক উত্তর : ক;
স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় বা শৃঙ্খলা হিসেবে নিচের কোনটিকে বোঝানো হয়েছে?
ক. মিউজিয়াম স্টাডিজ
খ. ব্রিটিশ মিউজিয়াম
গ. আলেকজান্দ্রিয়া
ঘ. প্রাসাদোপম অট্টালিকা
সঠিক উত্তর : ক;
জাদুঘর বা প্রদর্শনশালা সংক্রান্ত বিদ্যাকে কী বলে?
ক. মিউজিয়াম স্টাডিজ
খ. মিউজিয়ামপিস
গ. মিউজিয়াম সার্কেল
ঘ. স্টাডিজ অব মিউজিয়াম
সঠিক উত্তর : ক;
জাদুঘর কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. সর্বজনীন খ. পারিবারিক
গ. গোষ্ঠীগত ঘ. ব্যক্তিকেন্দ্রিক
সঠিক উত্তর : ক;
জাদুঘরে কীভাবে অভিন্ন মানবসত্তার সন্ধান পাওয়া যায়?
ক. প্রাচীন তথ্য পেয়ে
খ. সংস্কৃতির পরিচয় পেয়ে
গ. সংগৃহীত নির্দশন দেখে
ঘ. প্রাচীন ঐতিহ্য দেখে
সঠিক উত্তর : গ;
জাদুঘরের সংরক্ষিত মুসলিম ঐতিহ্যমূলক নিদর্শন আবদুল মোনায়েম খানকে আকর্ষণ করেছিল কেন?
ক. তিনি দ্বিজাতিতত্বে বিশ্বাসী
খ. তিনি গণতন্ত্রে বিশ্বাসী
গ. তিনি একনায়কতন্ত্রে বিশ্বাসী
ঘ. তিনি মুসলিম বলে
সঠিক উত্তর : ক;
জাদুঘরে যাওয়ার অন্যতম কারণ কী?
ক. অর্থনৈতিক সমৃদ্ধি
খ. আত্মপরিচয় লাভ
গ. আনন্দ লাভ
ঘ. জ্ঞান অর্জন করা
সঠিক উত্তর : খ;
টাওয়ার অব লন্ডনে সবাই ভিড় করে কেন?
ক. পান্না দেখতে
খ. হিরা দেখতে
গ. কোহিনূর দেখতে
ঘ. মতি দেখতে
সঠিক উত্তর : গ;
ল্যুভ বলতে বোঝানো হয়েছে-
ক. পানশালা খ. মিউজিয়াম
গ. আকর্ষণ ঘ. জাদুবিদ্যা
সঠিক উত্তর : খ;
জাদুঘরে ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় কেন?
ক. প্রদর্শনের জন্য
খ. পরীক্ষার জন্য
গ. অর্থ উপার্জনের জন্য
ঘ. অস্তিত্ব রক্ষার জন্য
সঠিক উত্তর : ঘ;
উর্দুতে জাদুঘরকে কী বলে?
ক. মিউজিয়াম খ. আজবখানা
গ. অজায়েব-ঘর ঘ. জাদুঘর
সঠিক উত্তর : খ;
জাতীয় জাদুঘর কিসের পরিচয় বহন করে?
ক. আত্মপরিচয়
খ. প্রাচীন নিদর্শন
গ. জাতিসত্তা
ঘ. জাতির ঐতিহ্য
সঠিক উত্তর : গ;
রুশ বিপ্লবে নেতৃত্ব দেন কে?
ক. অ্যাশমোল খ. ট্রাডেসান্ট
গ. লেনিন ঘ. স্যার রবার্ট কটন
সঠিক উত্তর : গ;
মিউজিওগ্রাফি বিষয়টি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. জাদুঘরতত্ব খ. জাদুঘর
গ. মিউজিয়াম ঘ. ভাস্কর্য
সঠিক উত্তর : ক;
কী জাদু বাংলা গানে-এ বাক্যে ‘জাদু’ শব্দটি যে অর্থে প্রযুক্ত-
ক. মনোহর খ. কুহক
গ. ইন্দ্রজাল ঘ. ভেলকি
সঠিক উত্তর : ক;
‘অপরাজেয় বাংলা’ মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। এ বাক্যে ‘অপরাজেয় বাংলা’র সঙ্গে নিচের কোনটির মিল রয়েছে?
ক. ভাস্কর্য খ. স্থাপত্য
গ. প্রত্নতত্ব ঘ. নিদর্শন
সঠিক উত্তর : ক;
‘জাদুঘরে কেন যাব’ রচনার মূল উপজীব্য কী?
ক. জাদুঘরের ইতিহাস বর্ণনা
খ. জাদুঘর পরিচিতি
গ. জাদুঘর প্রতিষ্ঠার গুরুত্ব
ঘ. জাদুঘরের প্রয়োজনীয়তা
সঠিক উত্তর : ঘ;
‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে কী ফুটে উঠেছে?
ক. জাদুঘরের সংখ্যা বৃদ্ধি
খ. জাদুঘর সম্পর্কিত ধারণা
গ. জাদুঘরের ভূমিকা
ঘ. জাদুঘরের ইতিহাস
সঠিক উত্তর : গ;
ইউরোপীয় রেনেসাঁসের তাৎপর্য-
i. শিল্প-সাহিত্যের ক্ষেত্রে নবজাগরণ
ii. চিন্তা-চেতনা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে নবজাগরণ
iii. মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ;
অতীত স্থাপত্যের নিদর্শন বলতে বোঝাত-
i. কাঠের স্তম্ভ
ii . অজস্র উপকরণে নির্মিত
iii. পাথরের স্তম্ভ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ