পড়াশোনা
1 min read

ট্রান্সফরমার (Transformer) কাকে বলে? ট্রান্সফরমারের কাজ ও প্রকারভেদ।

যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফরমার বলে। ট্রান্সফরমার দিয়ে বৈদ্যুতিক শক্তিকে এক বর্তনী থেকে অন্য বর্তনীতে স্থানান্তর করা যায়। এর দ্বারা সমুদয় শক্তি স্থানান্তর করা যায় এবং ভোল্টেজ বাড়ানো বা কমানোর মাধ্যমে শক্তি ঠিক রেখে প্রবাহ বাড়ানো বা কমানো যায়। তাছাড়া উর্ধ্বধাপী ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ বৃদ্ধি করে দূর দূরান্তে পাঠানো হয়। আর নিম্নধাপী ট্রান্সফরমারের সাহায্যে রেডিও, টেলিভিশন ইত্যাদি চালানো যায়।

ট্রান্সফরমারের প্রকারভেদ (Types of Transformers)
Transformar এর বিভিন্ন ধরনের শ্রেণিবিভাগ রয়েছে। নিম্নে তিন ধরনের সম্পর্কে আলোচনা করা হলঃ

কার্যপ্রণালি অনুসারে ট্রান্সফরমার ২ প্রকার।

  • স্টেপ-আপ Transformer
  • স্টেপ ডাউন Transformer

 

ফেজ সংখ্যার উপর ভিত্তি করে ট্রান্সফরমার ২ প্রকার

  • সিঙ্গেল ফেজ Transformer
  • থ্রি ফেজ Transformer

 

ব্যবহার বা প্রয়োগের দিক থেকে ট্রান্সফরমারকে আবার ৪ ভাগে ভাগ করা যায়

  • পাওয়ার Transformer
  • ডিস্ট্রিবিউশন Transformer
  • ইন্সট্রুমেন্ট Transformer
  • অটো Transformer

স্টেপ-আপ ট্রান্সফরমার (Step-Up Transformer)
যে ট্রান্সফরমারের প্রাইমারিতে কম ভোল্টেজ সাপ্লাই দিয়ে সেকেন্ডারিতে বেশি ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপ-আপ ট্রান্সফরমার বলে। এ ধরনের Transformar এ প্রাইমারির চেয়ে সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি থাকে। ট্রান্সমিশন লাইনের শুরুর দিকে এই ধরনের Transformer বসানো হয়।

স্টেপ ডাউন ট্রান্সফরমার (Step-Down Transformer)
যে ট্রান্সফরমারের প্রাইমারিতে বেশি ভোল্টেজ সাপ্লাই দিয়ে সেকেন্ডারিতে কম ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপ-ডাউন ট্রান্সফরমার বলে। এ ধরনের Transformar এ সেকেন্ডারির চেয়ে প্রাইমারিতে পাক সংখ্যা বেশি থাকে। ট্রান্সমিশন লাইনের শেষ প্রান্তে এই ধরনের Transformar বসানো হয়।

ট্রান্সফরমারের ব্যবহার (Use of Transformer)
বর্তমান সময়ে ট্রান্সফরমারের বহুল ব্যবহার পরিলক্ষিত হয়। নিম্নে ব্যবহারসমূহ উল্লেখ করা হলো :

  • এ.সি সরবরাহের নানাবিধ ব্যবহারিক প্রয়োজনে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে নিম্নমানের বিভবকে উচ্চমানে উন্নীত করা হয় ও অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে উচ্চ মানের বিভবকে নিম্নমানের বিভবে আনয়ন করা হয়।
  • বিদ্যুৎ শক্তি প্রেরণ ও বণ্টন ব্যবস্থায় ট্রান্সফরমার ব্যবহার করা হয়।
  • টেলিগ্রাফ ও টেলিফোন পদ্ধতি, বেতার প্রেরক ও গ্রাহক যন্ত্র, টেপ রেকর্ডার, ভিসিআর, ইলেকট্রিক ঘড়ি, ওয়াকম্যান এবং টেলিভিশনে ট্রান্সফরমার ব্যবহার করা হয়।
  • ঢালাই কাজে এবং বৈদ্যুতিক ফার্নেসে ট্রান্সফরমার ব্যবহার করা হয়।
  • এ.সি প্রবাহ দ্বারা পরিচালিত প্রায় সব যন্ত্রে ট্রান্সফরমার ব্যবহৃত হয়।
Rate this post