প্রত্যয় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

১। প্রত্যয় হল–

ক) শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে শব্দ গঠন করে।

খ) শব্দের পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে।

গ) শব্দ বা ধাতুর পূর্বে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে।

ঘ) শব্দ বা প্রকৃতির পূর্বে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে।

সঠিক উত্তর : খ

২। প্রত্যয় প্রধানত কয় প্রকার?

ক) দু প্রকার  খ) চার প্রকার

গ) তিন প্রকার  ঘ) পাঁচ প্রকার

সঠিক উত্তর : ক

৩। কোনটি তদ্ধিত প্রত্যয়ের শ্রেণীবিভাগ?

ক) তৎসম, বাংলা ও বিদেশি

খ) তৎসম ও বাংলা

গ) তৎসম, তদ্ভব ও দেশি

ঘ) তদ্ভব, অর্ধ-তৎসম ও বিদেশি

সঠিক উত্তর : ক

৪। ‘কাব্য’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) কাব + ব    খ) কবি + ষ্ণ্য

গ) কাব + বক্য    ঘ) কবি + ব্য

সঠিক উত্তর : খ

৫। ‘মন্তব্য’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) মন্ত + ব্য    খ) মং + তব্য

গ) ম + ন্তব্য    ঘ) মন্ + তব্য

সঠিক উত্তর : গ

৬। ‘পড়ন্ত’-এর প্রকৃতি – প্রত্যয় কোনটি?

ক) পড়ু + অন্ত    খ) পড়ন্ + ত

গ) প + ড়ন্ত    ঘ) পড় + ন্ত

সঠিক উত্তর : ক

৭। ‘পানীয়’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় হচ্ছে–

ক) পা + নীয়    খ) পা + অনীয়

গ) পান + ঈয়    ঘ) পানি + ঈয়

সঠিক উত্তর : খ

৮। ‘সাহিত্য’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) সহিত + য    খ) সাহি + ত্যপ

গ) সহিত + ষ্ণ্য    ঘ) সাহিত + হ

সঠিক উত্তর : গ

৯। ‘জনক’-এর প্রকৃতি প্রত্যয় কোন্‌টি?

ক) জন + অক    খ) জনি + অক

গ) জনক + আ    ঘ) জনি + এক

সঠিক উত্তর : খ

১০। ‘পিতা’ কীভাবে ‘পৈতৃক’-এ রূপান্তরিত হয়েছে?

ক) পিতা + ইক    খ) পিতা + ঋ

গ) পিতা + এক    ঘ) পিতা + উক

সঠিক উত্তর : ক

১১। ‘মানব’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) মনু + ষ্ণ    খ) মন + ব

গ) মানব + অ    ঘ) মানুষ + য

সঠিক উত্তর : গ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *