তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা

১। তথ্য দেওয়া নেওয়া বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি?

ক) তথ্যপ্রযুক্তি

খ) যোগাযোগ প্রযুক্তি

গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ঘ) তথ্য ও বিশ্লেষণ প্রযুক্তি

সঠিক উত্তর : গ

২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষের কারণে কোন নতুন শব্দটি ব্যবহার হচ্ছে–

ক) গ্লোবাল ওয়ার্ল্ড

খ) গ্লোবাল সিটি

গ) গ্লোবাল ভিলেজ

ঘ) গ্লোবাল হাউস

সঠিক উত্তর : গ

৩। কিসের উন্নয়নের ফলে বিশ্ব আজ হাতের মুঠোয়?

ক) পরস্পর সম্পর্ক

খ) শিক্ষা

গ) গবেষণা

ঘ) প্রযুক্তি

সঠিক উত্তর : ঘ

৪। পৃথিবীর নতুন নাম কি?

ক) ডিজিটাল গ্রাম

খ) বৈশ্বিক গ্রাম

গ) নগরায়ন

ঘ) সিটি কর্পোরেশন

সঠিক উত্তর : খ

৫। বর্তমান যুগকে কী যুগ বলা হয়?

ক) ডিজিটাল যুগ

খ) কৃষি যুগ

গ) আধুনিক যুগ

ঘ) মুঘল যুগ

সঠিক উত্তর : ক

৬। ইন্টারনেট তৈরি করা হয়েছে কেন?

ক) তথ্য সংরক্ষণের জন্য

খ) তথ্য আদান-প্রদান করার জন্য

গ) তথ্য ফেলে রাখার জন্য

ঘ) তথ্য অপচয় করার জন্য

সঠিক উত্তর : খ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *