মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভে ডাটা ট্রান্সমিট, সুবিধা, অসুবিধা ও ব্যবহার
মাইক্রোওয়েভ (Microwave) 300 MHz থেকে 300 GHz ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো মাইক্রোওয়েভ। সাধারণত 2 GHz ফ্রিকুয়েন্সি বা এর অধিক ফ্রিকুয়েন্সিতে ডেটা ট্রান্সমিট করা হয়, ফলে সংকেত নির্দিষ্ট দিক অভিমুখী হয়। মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের জন্য তিনটি শর্ত রয়েছে। শর্তগুলো হলো- মাইক্রোওয়েভ সংযোগের জন্য ডিশ আকৃতির অ্যান্টেনার প্রয়োজন হয়। প্রেরক স্টেশন ও প্রাপক স্টেশনকে একই সরলরেখা বরাবর থাকতে হয়। ট্রান্সমিশন পথে…