মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২)
মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২) জন্ম ১৩ নভেম্বর ১৮৪৭। জন্মস্থান অবিভক্ত নদীয়া (বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া) জেলার কুমারখালী থানার অন্তর্গত গড়াই নদীর তীরবর্তী লাহিনীপাড়া গ্রাম । পিতা মীর মোয়াজ্জেম হোসেন মাতা দৌলতননেসা। প্রথম উপন্যাস রত্নাবতী (১৮৬৯)। জীবনাবসান ১৯ নভেম্বর, ১৯১২। ‘বিষাদ সিন্ধুর’ হিন্দি সংস্করণ কবীন্দ্র বেণীপ্রসাদ বাজপেয়ী অনূদিত ১৯৩০ সালে ‘বিষাদ সিন্ধু’র হিন্দি সংস্করণ প্রকাশিত হয়। গ্রন্থপঞ্জি…