জনমত কি? জনমত কাকে বলে? জনমত বলতে কি বুঝ? জনমতের সংজ্ঞা, জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা

জনমত কি? জনমত কাকে বলে? সাধারণভাবে জনসাধারণের মতমতকেই বলে জনমত। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে জনমতকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়। সমাজের এক বা একাধিক বিষয়ে জনসাধারণের সুস্পষ্ট মতামতকে জনমত বলে। জনমত সম্পর্কে বিভিন্ন রাষ্ট্র দার্শনিক বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক লাওয়েল বলেন, ” জনমতের জন্য সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট নয় অথবা একমত হওয়ারও প্রয়োজন নেই। যুক্তিভিত্তিক জ্ঞান, পূর্ণ ও কল্যাণকামী এবং সর্বোপরি জাতীয় মঙ্গলের জন্য গঠিত মতামতকেই জনমত বলে।”…

গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতের গুরুত্ব

গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতের গুরুত্ব আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা জনমতের উপর নির্ভরশীল। গণতন্ত্র ও জনমত প্রায় সমার্থক শব্দ। গণতন্ত্র হচ্ছে ‘জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের শাসন’। জনসম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তাই সরকারের উত্থান, পতন, সাফল্য বহুলাংশে জনমতের উপর নির্ভরশীল। জনগণের স্বাধীনতা, অধিকার ও স্বার্থের অতন্ত্র প্রহরী হয়ে কাজ করে জনমত। জনমতকে অগ্রাহ্য করে কোন…

ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে কি কি অধিকারের কথা বলা হয়েছে?

ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে কি কি অধিকারের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের ২৩ (১)নং ধারায় মানুষ ক্রয়-বিক্রয়, বেগার খাটানো, বল প্রয়োগের মাধ্যমে মানুষকে শ্রম দানে বাধ্য করানো দণ্ডনীয় অপরাধ বলে নিষিদ্ধ করা হয়েছে। তবে জনস্বার্থে রাষ্ট্র সকলকে শ্রম দানে বাধ্য করতে পারে। সংবিধানের ২৪ নং ধারায় বলা হয়েছে, কম বয়স্ক শিশুদের কোনো খনি বা অন্য বিপদজনক কার্যে নিযুক্ত করা যাবে না।

উপাধি প্রদান এর ব্যাপারে ভারতীয় সংবিধানে কি ব্যবস্থা আছে?

উপাধি প্রদান এর ব্যাপারে ভারতীয় সংবিধানে কি ব্যবস্থা আছে? ভারতীয় সংবিধানে ১৮ নং ধারায় বলা হয়েছে যে, সামরিক কিংবা শিক্ষা বিষয়ক উপাধি ছাড়া অন্য কোন উপাধি রাষ্ট্র প্রদান করতে পারেনা। অবশ্য ১৯৫৪ সালে থেকে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান দানের জন্য ভারত সরকার ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী উপাধিতে ভূষিত করার ব্যবস্থা চালু করে।

উৎপ্রেষণ বলতে কি বুঝায়?

উৎপ্রেষণ বলতে কি বুঝায়? উৎপ্রেষণ কথাটির অর্থ হলো বিশেষভাবে জ্ঞাত হওয়া। নিম্নতন কোনো আদালত যদি তারা আইনগত সীমা অতিক্রম করে তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট উৎপ্রেষণ লেখটি জারি করে মামলাটি নিজের কাছে তুলে নিয়ে আসতে পারে।

পরমাদেশ বলতে কি বোঝায়?

পরমাদেশ বলতে কি বোঝায়? ল্যাটিন শব্দ Mandamus বা পরমাদেশ শব্দটির অর্থ হলো আমরা আদেশ করি। পরমাদেশ জারি করে সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অধস্তন আদালত বা সরকারকে নিজ দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিতে পারে।

অধিকার পৃচ্ছা কী? কে এই লেখ জারি করতে পারে?

অধিকার পৃচ্ছা কী? কে এই লেখ জারি করতে পারে? অধিকার পৃচ্ছা -এই লেখটির অর্থ হলো কোন্ অধিকারে। এই লেখ বা নির্দেশের সাহায্যে আদালত অনুসন্ধান করে দেখে যে, কোনো ব্যক্তিকে যে পদে নিযুক্ত করা হয়েছে সে সেই পদের উপযুক্ত কিনা। উপযুক্ত না হলে আদালত সংশ্লিষ্ট নিয়োগকে বাতিল করে দিতে পারে। সুপ্রিমকোর্ট এবং হাইকোর্ট যথাক্রমে ৩২ এবং…

বন্দি প্রত্যক্ষীকরণ কাকে বলে? কে এই লেখ জারি করতে পারে?

বন্দি প্রত্যক্ষীকরণ কাকে বলে? কে এই লেখ জারি করতে পারে? বন্দি প্রত্যক্ষীকরণের ইংরেজি প্রতিশব্দ ‘Heaveas Corpus’ একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো সশরীরে  হাজির করা। কোনো ব্যক্তিকে এবং আটককারী কর্তৃপক্ষকে আদালতে হাজির হতে নির্দেশ দেয় এবং আটক বেআইনি হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুক্তির আদেশ দেয়। সুপ্রিমকোর্ট এবং হাইকোর্ট যথাক্রমে ৩২ এবং ২২৬ নং ধারা বলে এই…

ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্যের উল্লেখ করো।

ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্যের উল্লেখ করা হলো – ১। সংবিধান মান্য করা এবং সংবিধানের আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও স্তোত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। ২। স্বাধীনতা সংগ্রামের মহান আদর্শ গুলি সযত্নে লালন ও অনুসরণ। ৩। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ। ৪। দেশ রক্ষা ও আহ্বান জানানো হলে জাতীয় সেবামূলক কার্যে আত্মনিয়োগ।

অর্থনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত যেকোনো দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো।

অর্থনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত যেকোনো দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। রাষ্ট্র এমন ভাবে তার নীতি গুলিকে পরিচালনা করবে যাতে – ১। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক পর্যাপ্ত জীবিকা অর্জনের সুযোগ পায়। ২। দেশের সম্পদ এমনভাবে বন্টিত হবে যেন সর্বসাধারণের মঙ্গল হয়। ৩। উৎপাদনের উপায় গুলি যেন মুষ্টিমেয়ের হাতে কেন্দ্রীভূত না হয়।