Category: পদার্থ বিজ্ঞান

চাপ প্রসারণ সহগ কাকে বলে?

চাপ প্রসারণ সহগ কাকে বলে? স্থির আয়তনে 0°C তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিজনিত কারণে ঐ গ্যাসের প্রতি একক চাপের যে বৃদ্ধি ঘটে তাকে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ বলে।

স্বরসংগতি কাকে বলে?

স্বরসংগতি কাকে বলে? যখন ত্রয়ীর সাথে অতিরিক্ত একটি শব্দ এমনভাবে মিলিত হয় যাতে অতিরিক্ত শব্দ ত্রয়ীর নিম্নতম শব্দের অষ্টক হয় অর্থাৎ এদের কম্পাঙ্কের অনুপাত 4 : 5 : 6 : 8 হয়, তাহলে এদের সমন্বয়ে শ্রুতমধুর সুর উৎপন্ন হয়। এই সমন্বয়কে স্বরসংগতি বলে।

অসম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?

অসম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, তা অপেক্ষা কম বাষ্প থাকলে ঐ বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। অসম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে অসম্পৃক্ত বাষ্পবাপ বলে।

সম্পৃক্ত বাষ্প ও সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?

সম্পৃক্ত বাষ্প ও সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ বাষ্প সেখানে থাকলে ঐ বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে।

সমতান বা হারমোনি কাকে বলে?

সমতান বা হারমোনি কাকে বলে? কতকগুলো শব্দ যদি একসঙ্গে উৎপন্ন হয়ে ঐকতানের সৃষ্টি করে তবে তাকে সমতান বলে। যেমন – সমবেত সংগীত পরিবেশনের ক্ষেত্রে।

সুশ্রাব্য শব্দ কাকে বলে?

সুশ্রাব্য শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ আমাদের শুনতে ভালো লাগে তাদেরকে আমরা সুশ্রাব্য শব্দ বলি। সুশ্রাব্য শব্দের প্রধান ৩ টি বৈশিষ্ট্য হচ্ছে- ক) শব্দোচ্চতা ও তীব্রতা, খ) তীক্ষ্মতা বা কম্পাঙ্ক এবং গ) গুণ বা জাতি।

Back To Top