ঐকিক নিয়ম কাকে বলে?

ঐকিক নিয়ম কাকে বলে? প্রথমে একটি রাশির মান বের করে পরে কোনো সমস্যা সমাধানের পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। কতকগুলো জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি থেকে প্রথমে একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ বের করে তা থেকে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।

ভাজ্য কাকে বলে?

ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে। ভাজ্য নির্ণয়ের সূত্রঃ (নিঃশেষে বিভাজ্য না হলে) ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ ভাজ্য নির্ণয়ের সূত্রঃ (নিঃশেষে বিভাজ্য হলে) ভাজ্য = ভাজক × ভাগফল

বৃত্ত কাকে বলে? | বৃত্ত কি?

বৃত্ত কাকে বলে? একটি নিদি’ষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে।   ১. বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ ৩৬০°. ২. বৃত্তের পরিধি বলতে কি বুঝায়? – বৃত্তের বক্ররেখার সম্পূণ’ দৈঘ্য’কে বৃত্তের পরিধি বলা হয়। ৩. বৃত্তের ব্যাসাধ’ কাকে বলে? – কেন্দ্র থেকে পরিধি পয’ন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসাধ’…

গুণনীয়ক কাকে বলে?

গুণনীয়ক কাকে বলে? যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। উদাহরণ : ৮-এর গুণনীয়ক ১, ২, ৪, ৮। এই গুণনীয়কের আরেকটি নাম আছে, একে বলে উৎপাদক।

গণিতে মধ্যক কাকে বলে?

মধ্যক কাকে বলে? পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যেসকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিড়োড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n+1)÷ 2 তম পদের মান। আর n যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n÷2) তম ও (n÷2)+1 তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়।

তোমার একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সে.মি, প্রস্থ ১৫ সে.মি এবং উচ্চতা ১ সে.মি. এরূপ ৫০টি বইয়ের আয়তন কত?

তোমার একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সে.মি, প্রস্থ ১৫ সে.মি এবং উচ্চতা ১ সে.মি. এরূপ ৫০টি বইয়ের আয়তন কত? দেওয়া আছে, বইয়ের – দৈর্ঘ্য ২০ সে.মি. প্রস্থ ১৫ সে.মি. এবং উচ্চতা ১ সে.মি. আমরা জানি, আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা তাহলে একটি বইয়ের আয়তন = ২০ সে.মি. × ১৫ সে.মি. × ১ সে.মি. =…

গুণ্য কাকে বলে?

গুণ্য কাকে বলে? কোনো একটি গুণ করার সময় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যেমন – ২×৩=৬ এখানে, ২ গুণক, ৩ গুণ্য এবং ৬ গুণফল।

অনুরূপ কোণ কাকে বলে?

অনুরূপ কোণ কাকে বলে? দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোন উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকরেখার দিকে সমান্তরাল রেখার পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। নিচে চিত্রের সাহায্যে অনুরূপ কোণ ব্যাখ্যা করা…

বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?

বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে? বৃত্তের কেন্দ্রে ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে ।