আকাশ প্রবন্ধ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ষষ্ঠ শ্রেণি – বাংলা

১. আকাশ প্রবন্ধটি কার লেখা?

ক. হুমায়ূন আহমেদ   খ. হুমায়ুন আজাদ

গ. আব্দুল্লাহ আল-মুতি  ঘ. মুহাম্মদ আব্দুল হাই

সঠিক উত্তর : গ. আব্দুল্লাহ আল-মুতি

২. আব্দুল্লাহ আল–মুতি কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০৩ সালে খ. ১৯১১ সালে

গ. ১৯১৭ সালে ঘ. ১৯৩০ সালে

সঠিক উত্তর : ঘ. ১৯৩০ সালে

 

৩. আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী?

ক. আকাশ সম্পর্কে জানা

খ. প্রকৃতি সম্পর্কে জানা

গ. বিজ্ঞানচেতনা সৃষ্টি

ঘ. সংগ্রামী চেতনা সৃষ্টি

সঠিক উত্তর : গ. বিজ্ঞানচেতনা সৃষ্টি

৪. রাতের আকাশ সচরাচর কী রঙের হয়?

ক. নীল খ. সাদা

গ. কালো ঘ. লাল

সঠিক উত্তর : গ. কালো

 

৫. সোনার থালার মতো সূর্য তার চারপাশে কিরণ ছড়ায় কখন?

ক. দিনের বেলায় খ. দুপুর বেলায়

গ. বিকেল বেলায় ঘ. গোধূলিলগ্নে

সঠিক উত্তর : ক. দিনের বেলায়

৬. কখন রঙের বন্যা নামে?

ক. ভোর বা সকালে

খ. সকালে বা দুপুরে

গ. বিকেল বেলায়

ঘ. গোধূলিলগ্নে

সঠিক উত্তর : ঘ. গোধূলিলগ্নে

 

৭. আগেকার দিনে লোকে আকাশটিকে কঠিন ঢাকনা মনে করত কেন?

ক. নিরক্ষরতার কারণে

খ. বিজ্ঞানসম্মত জ্ঞান না থাকায়

গ. মানুষের কাছ থেকে শুনে

ঘ. আকাশের নিচে বসবাস করছে বলে

সঠিক উত্তর : খ. বিজ্ঞানসম্মত জ্ঞান না থাকায়

৮. আকাশ আসলে কিসের ঢাকনা?

ক. পৃথিবীর খ. মাটির

গ. পানির ঘ. বায়ুমণ্ডলের

সঠিক উত্তর : ঘ. বায়ুমণ্ডলের

 

৯. বায়ুমণ্ডলে কয়টি বর্ণহীন গ্যাস রয়েছে?

ক. ১০টি খ. ১৫টি

গ. ২০টি ঘ. ২৫টি

সঠিক উত্তর : গ. ২০টি

১০. নাইট্রোজেন কী?

ক. বর্ণহীন মেঘ

খ. নীল রঙের মেঘ

গ. বাতাসের প্রধান উপাদান

ঘ. আকাশের নীল চাঁদোয়া

সঠিক উত্তর : গ. বাতাসের প্রধান উপাদান

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *