প্রেমের টানে ঘর ছাড়ে তরুণ-তরুণী , অভিযোগ উঠেছে এই কারণে ছেলের মা কে আগুনে পুড়িয়ে হত্যা করেছে মেয়ে পক্ষের লোকজন। এমনটি ঘটেছে ময়মনসিংহে । এ ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহের চরঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকা, প্রতিবেশী তরুন-তরুনীর প্রেমের সম্পর্ক মেনে নেয়নি মেয়েপক্ষ । তাই রোববার ঘর ছাড়ে দুজন । অভিযোগ এই কারণে মঙ্গলবার সকালে ছেলের মাকে নির্যাতনের পর শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। স্থানীয়রা লাইলী বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । পরে তাকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এ স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্তরা ।
এলাকা বাসিরা জানায় – ”তারা ৭-৮ মিলেয়া মিলে এ কাজটি করে । ঘর থেকে ৪জন মহিলা লাইলী বেগমকে ধরে ঘরের মধ্যে হাত পা বেধে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়।”
এ ঘটনায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে, কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানান ,তদন্ত অবস্থায় তাদের কাছে বিকেলে খবর আসে যে ভিকটিম ছয়টা ত্রিশ ঘটিকার সময় ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে । তারা ইতিমধ্যেই ঘটনায় জড়িত দুই জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে.