বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গ সন্ধি উদাহরণ।
বিসর্গের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গসন্ধি বলে। যেমন– নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + চরিত্র = দুশ্চরিত্র, নিঃ + ঠুর = নিষ্ঠুর, নিঃ + তেজ = নিস্তেজ, ভাঃ + কর = ভাস্কর, চতুঃ + পদ = চতুষ্পদ, নিঃ + ফল = নিষ্ফল, দুঃ + দর্শা = দুর্দশা, মনঃ + যোগ = মনোযোগ ইত্যাদি।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ক) ব্যঞ্জনসন্ধির
খ) স্বরসন্ধির
গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির
ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির
সঠিক উত্তর : ক) ব্যঞ্জনসন্ধির
২। সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্ ও স্ অনেক ক্ষেত্রে কীরূপে উচ্চারিত হয়?
ক) অঘোষ অল্পপ্রাণ ধ্বনি
খ) অঘোষ উষ্মধ্বনি
গ) অঘোষ মহাপ্রাণ ধ্বনি
ঘ) ঘোষ মহাপ্রাণ ধ্বনি
সঠিক উত্তর : খ) অঘোষ উষ্মধ্বনি
৩। বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) ৫ ভাগে
খ) ২ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৩ ভাগে
সঠিক উত্তর : খ) ২ ভাগে
৪। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) বাংলা সন্ধি
সঠিক উত্তর : গ) বিসর্গ সন্ধি
৫। ‘অ’ ধ্বনির পরস্থিত বিসর্গের পর ‘অ’ ধ্বনি থাকলে এ ‘অ’ ধ্বনি মিলে কোন ধ্বনি হয়?
ক) এ
খ) ও
গ) র
ঘ) অ
সঠিক উত্তর : খ) ও
৬। কোনটি বিসর্গ সন্ধি?
ক) ততোধিক
খ) বিদ্যালয়
গ) দিগন্ত
ঘ) পরিচ্ছদ
সঠিক উত্তর : ক) ততোধিক
৭। কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
ক) নমস্কার
খ) পরিষ্কার
গ) পরস্পর
ঘ) বনস্পতি
সঠিক উত্তর : ক) নমস্কার
৮। ‘প্রাতঃরাশ’ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
ক) প্রাত+রাশ
খ) প্রাতঃ+রাশ
গ) প্রাতঃ+আশ
ঘ) প্রাত+আশ
সঠিক উত্তর : গ) প্রাতঃ+আশ
৯। ‘দুর্যোগ’ – এর সন্ধিবিচ্ছেদ কী?
ক) দুহঃ + যোগ
খ) দুঃ + যোগ
গ) দুর + যোগ
ঘ) দুহ + যোগ
সঠিক উত্তর : খ) দুঃ + যোগ
১০। ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) ধনুঃ+টঙ্কার
খ) ধনু+টঙ্কার
গ) ধনুস+টঙ্কার
ঘ) ধনুষ+টঙ্কার
সঠিক উত্তর : ক) ধনুঃ+টঙ্কার
১২। ‘নিষ্কর’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) নিষ্ + কর
খ) নিস + কর
গ) নিঃ + কর
ঘ) নীঃ + কর
সঠিক উত্তর : গ) নিঃ + কর
১৩। ‘নীরব’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) নী+রব
খ) নি+রব
গ) নিঃ+রব
ঘ) নির্+অব
সঠিক উত্তর : গ) নিঃ+রব
১৪। উ-কারের পর বিসর্গ (ঃ ) এবং তার পরে ‘ক’ থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে?
ক) স
খ) ষ
গ) শ
ঘ) য
সঠিক উত্তর : খ) ষ
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গ সন্ধি উদাহরণ।” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।