ডকুমেন্টেশন বলতে অ্যালগরিদম, ফ্লোচার্ট, গ্রাফ, কোডিং, পরীক্ষার ফলাফল, ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নির্দেশ ইত্যাদি বিষয়ে সমস্যা সম্পর্কিত লিখিত বিবরণকে বোঝায়। ডকুমেন্টেশন প্রোগ্রামারকে প্রোগ্রাম তৈরির প্রত্যেক ধাপে সাহায্য করে থাকে, যার ফলে প্রোগ্রামটি স্থায়ীভাবে রক্ষিত হয়। ডকুমেন্টেশন ছাড়া প্রোগ্রাম রিবর্তন করা যায় না। ঠিকভাবে ডকুমেন্টেশন করা না থাকলে পরে প্রোগ্রাম কোনোভাবে পরিবর্তন করা অসম্ভব হয়ে পড়ে। এজন্য ডকুমেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Offcanvas menu