সি++ কি? What is C++ in Bangla?

সি++ (C++) একটি বহুল ব্যবহৃত অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা (Object Oriented Programming Language)। ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের এটিএন্ডটি বেল ল্যাবরেটরিতে বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ এ ভাষা উদ্ভাবন করেন। প্রথমে এর নাম ছিল সি উইথ ক্লাস। পরবর্তীতে আরও নতুন নতুন কিছু বৈশিষ্ট্য ও সুবিধা যোগ করে ১৯৮৩ সালে নামকরণ করা হয় C++। C++ এ C এর সকল বৈশিষ্ট্য ও সুবিধা সহ অতিরিক্ত আরও কিছূ সুবিধা আছে। এজন্য C++ কে C এর বর্ধিত সংস্করণ বা সুপারসেট বলা হয়।

পাঠ মূল্যায়নঃ

  • সি++ কি? (What is C++?)
  • সি++ এর জনক কে?
  • সি++ কত সালে আবিষ্কৃত হয়?
  • C++ এর প্রথম নাম কি?
  • সি++ এর কাজ কি?
  • C++ কে C এর বর্ধিত সংস্করণ বা সুপারসেট বলা হয় কেন?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *