লিভার হলো একটি সরল যন্ত্র, যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনের কোনো কিছুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে। লিভারের একটি সাধারণ উদাহরণ হলো শাবলকে ইট বা পাথরের উপরে ভর করে কোনো ভারি বস্তুকে উঠাতে সাহায্য করে। এখানে ভারি বস্তুটি হলো ভার এবং এই ভারকে উঠাতে যে বল প্রয়োগ করা হয় তা হলো প্রযুক্ত বল। শক্ত দণ্ডটিকে ঠেকানোর জন্য কোনো অবলম্বনের যে বিন্দুতে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে তা হলো কালক্রম। লিভার কোনো ভারি বস্তুকে কম বল প্রয়োগ করে উঠাতে বা সরাতে সাহায্য করে।
লিভারের শ্রেণিবিন্যাস
ফালক্রাম, বল ও ভারের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা–
- প্রথম শ্রেণির লিভার,
- দ্বিতীয় শ্রেণির লিভার ও
- তৃতীয় শ্রেণির লিভার।
দ্বিতীয় শ্রেণির লিভার : দ্বিতীয় শ্রেণির লিভারে ফালক্রাম এবং বল থাকে দুই প্রান্তে, ভার থাকে মাঝে। যেমন, যাঁতি।
তৃতীয় শ্রেণির লিভার : তৃতীয় শ্রেণির লিভারে বল থাকে ফালক্রাম এবং ভারের মাঝে। যেমন, চিমটা।
লিভারের নীতিমালা নিম্নরূপ–
বল × বলবাহুর দৈর্ঘ্য = ভার × ভারবাহুর দৈর্ঘ্য
এখানে বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য। অনুরূপভাবে ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহু। তাহলে উপরের নীতিমালা থেকে নিম্নোক্তভাবে বোঝা যায়।
অর্থাৎ ভার/বল = বলবাহুর দৈর্ঘ্য/ভারবাহুর দৈর্ঘ্য
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। লিভার কী?
ক) এক ধরনের সরল যন্ত্র
খ) এক ধরনের জটিল যন্ত্র
গ) এক ধরনের আণুবীক্ষণিক যন্ত্র
ঘ) এক ধরনের পেরিস্কোপ যন্ত্র
সঠিক উত্তর : ক) এক ধরনের সরল যন্ত্র
২। শক্ত দণ্ডটিকে ঠেকানোর জন্য কোনো অবলম্বনের যে বিন্দুতে মুক্তভাবে ঘোরে তাকে কী বলে?
ক) হালক্রম খ) ফালক্রম
গ) বল ঘ) ঘূর্ণন যন্ত্র
সঠিক উত্তর : খ) ফালক্রম
৩। পাথরের উপরে ভর করে কোনো ভারী বস্তুকে উপরে উঠাতে কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়?
ক) জটিল
খ) হাইড্রোলিক
গ) লিভার
ঘ) সরল পেরিস্কোপ
সঠিক উত্তর : গ) লিভার
৪। নিচের কোনটি লিভার যন্ত্রের উদাহরণ নয়?
ক) ঢেঁকি
খ) পানি সেচের দোন
গ) নিক্তি
ঘ) লাঙ্গল
সঠিক উত্তর : ঘ) লাঙ্গল
৫। আমাদের শরীরের বেশ কিছু অঙ্গ কোন সরল যন্ত্রের নীতি অনুসরণ করে কাজ করে বলে মনে হয়?
ক) কপিকল খ) লিভার
গ) সাঁড়াশি ঘ) অক্ষদণ্ড
সঠিক উত্তর : খ) লিভার
৬। নিক্তি কোন যন্ত্রে ব্যবহার করা হয়?
ক) জটিল খ) সরল
গ) লিভার ঘ) আয়ত তল
সঠিক উত্তর : গ) লিভার
৭। নিচের কোনটি লিভারের নীতিমালা?
ক) ভার/বল = বলবাহুর দৈর্ঘ্য/ভারবাহুর দৈর্ঘ্য
খ) ভার/বল = প্রযুক্ত বলের গুণফল/ভারবাহুর দৈর্ঘ্য
গ) বল/ভার
ঘ) কাজ/প্রযুক্ত বল
সঠিক উত্তর : ক) ভার/বল = বলবাহুর দৈর্ঘ্য/ভারবাহুর দৈর্ঘ্য
৮। প্রথম শ্রেণির লিভার কোনটি?
ক) কাঁচি
খ) যাঁতি
গ) বোতল খোলার যন্ত্র
ঘ) চিমটা
সঠিক উত্তর : ক) কাঁচি
৯। কোন শ্রেণির লিভারের ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয় এবং ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে?
ক) ১ম শ্রেণির খ) ২য় শ্রেণির
গ) ৩য় শ্রেণির ঘ) ৪র্থ শ্রেণির
সঠিক উত্তর : গ) ৩য় শ্রেণির
১০। যাঁতি কোন শ্রেণির লিভার?
ক) ১ম খ) ২য়
গ) ৩য় ঘ) ৪র্থ
সঠিক উত্তর : খ) ২য়
১১। মাছ মারার দণ্ড কোন শ্রেণির লিভার?
ক) ১ম খ) ২য়
গ) ৪র্থ ঘ) ৩য়
সঠিক উত্তর : ঘ) ৩য়
১২। নিচের কোনটি তৃতীয় শ্রেণির লিভার?
ক) চিমটা খ) যাঁতি
গ) নিক্তি ঘ) কাঁচি
সঠিক উত্তর : ক) চিমটা
১৩। নিচের কোনটি ২য় শ্রেণির লিভার নয়?
ক) চিমটা
খ) যাঁতি
গ) এক চাকার ঠেলা গাড়ি
ঘ) বোতল খোলার যন্ত্র
সঠিক উত্তর : ক) চিমটা
১৪। নিচের কোনটি ১ম শ্রেণির লিভার নয়?
ক) সাঁড়াশি
খ) ঢেঁকি
গ) নলকূপের হাতল
ঘ) যাঁতি
সঠিক উত্তর : ঘ) যাঁতি
১৫। নলকুপের হাতল কোন শ্রেণির লিভার?
ক) ১ম খ) ২য়
গ) ৩য় ঘ) ৪র্থ
সঠিক উত্তর : ক) ১ম
১৬। নিচের কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার যন্ত্রে ব্যবহার করা হয়?
ক) চিমটা
খ) মাছ মারার দণ্ড
গ) যাঁতি
ঘ) শাবল
সঠিক উত্তর : গ) যাঁতি
১৭। নিচের কোনটি তৃতীয় শ্রেণির লিভার যন্ত্রে ব্যবহার করা হয়?
ক) কাঁচি খ) ঢেঁকি
গ) নিক্তি ঘ) চিমটা
সঠিক উত্তর : ঘ) চিমটা
১৮। দ্বিতীয় শ্রেণির লিভারের বৈশিষ্ট্য কী?
ক) এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে
খ) এই ক্ষেত্রে ভার থাকে দুই প্রান্তে
গ) এই ক্ষেত্রে কোনো ভারের প্রয়োজন নেই
ঘ) প্রযুক্ত বল থাকে মাঝখানে
সঠিক উত্তর : ক) এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে
১৯। প্রথম শ্রেণির লিভারের ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের কোথায় থাকে?
ক) মাঝখানে খ) প্রথমে
গ) শেষে ঘ) উপরে
সঠিক উত্তর : ক) মাঝখানে