বিজ্ঞান বলতে কি বুঝায়?
বিজ্ঞান হচ্ছে এক ধরনের জ্ঞান। বিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ ‘Science’ যা ল্যাটিন শব্দ ‘SCIO’ হতে নেওয়া হয়েছে; যার অর্থ ‘জানা’ বা ‘শিক্ষা লাভ করা’। কিন্তু সকল জ্ঞানই বিজ্ঞান নয়। এ বিশ্বজগৎ সম্বন্ধে সুসংবদ্ধ এবং সুসামঞ্জস্যপূর্ণ মঙ্গলকর জ্ঞানই বিজ্ঞান। আমাদের চারপাশে জীব ও বস্তু জগৎ সম্পর্কে পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরিক্ষা ও বিজ্ঞানসম্মত অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত যে বিশেষ জ্ঞান মানুষের জ্ঞান ভাণ্ডারকে শক্তিশালী ও সমৃদ্ধ করেছে তাকে বিজ্ঞান বলে। প্রকৃতপক্ষে, বিশ্বজগতের অজানা রহস্য সম্পর্কিত জ্ঞানই বিজ্ঞান।