ভোল্টমিটার কাকে বলে? ওহমের সূত্রটি লেখো ও বিবৃত করো।

যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায়, তাকে ভোল্টমিটার বলে।

ওহমের সূত্রটি লেখো ও বিবৃত করো।
ওহমের সূত্র : তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক।

ব্যাখ্যা : কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য V, এর রোধ R এবং তড়িৎ প্রবাহ I হলে,
তড়িত্প্রবাহ I = V/R
সুতরাং কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুত্প্রবাহ পরিবাহকের নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *