পড়াশোনা
1 min read

বিজ্ঞান কি? What is Science in Bangla?

বিজ্ঞান শব্দটির অর্থ হল বিশেষ জ্ঞান। ইংরেজি প্রতিশব্দ “Science” কথাটি ল্যাটিন শব্দ “Scientia” থেকে এসেছে, যার অর্থ হল “to know” অর্থাৎ “কিছু জানা”। বিজ্ঞানের কাজই হল অজানাকে জানা।

পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ,গবেষণা, যুক্তি, প্রমাণ এবং সুসংবদ্ধ চিন্তাধারার সাহায্যে বিশেষ জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রক্রিয়াকেই বিজ্ঞান বলে। অর্থাৎ পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে লব্ধ সুশৃংখল ও সুসংবদ্ধ জ্ঞান এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া ও পদ্ধতিকে বিজ্ঞান বলে। বিজ্ঞানকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। একটি হল ভৌত বিজ্ঞান বা জড়বিজ্ঞান এবং অপরটি জীববিজ্ঞান

জড়বিজ্ঞানে মূলত বস্তুর গুণাগুণ, বস্তুর ওপর শক্তির প্রভাব এবং বস্তু ও শক্তির মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে মানুষসহ সকল উদ্ভিদের ও প্রাণীর গঠন, কার্যপ্রণালী, বংশগতি ইত্যাদি জীববিজ্ঞানের আলোচ্য বিষয়।

Rate this post