সংকেতের সাহায্যে পত্র, শব্দ ইত্যাদি দ্রুত লেখার কৌশলকে শর্টহ্যান্ড বা সাঁটলিপি বলে।
শর্টহ্যান্ডকে আধুনিক পৃথিবীতে প্রচলিত ভাষার সংক্ষিপ্ত রূপ বলা হয়। এর মূল ভিত্তি হলো ভাষা। শর্টহ্যান্ড হলো এমন একটি কলাকৌশল যার মাধ্যমে কোনো কিছু শ্রবণ বা বলার সাথে সাথে দ্রুততার সাথে লেখা যায়। একজন মানুষ স্বাভাবিকভাবে মিনিটে ৬০টি শব্দ মুখে উচ্চারণ করতে পারে। কিন্তু কোনো মানুষ মিনিটে ৬০টি শব্দ লিখতে পারে না।
অথচ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখে উচ্চারিত বা বক্তৃতায় বিবৃত সব শব্দই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এসব কথা ধরে রাখার জন্য শর্টহ্যান্ডের মতো একটি কৌশল প্রয়োজন। আর এই প্রয়োজনেই বিভিন্ন অফিসে সাঁটলিপিকার নিয়োগ দেয়া হয়।মনে রাখা আমাদের জন্য জরুরী সাঁটলিপি ও টাইপিং এক বিষয় নয়। আগে টাইপিং মেশিন ছিল। এখন সেই জায়গায় কম্পিউটার এসেছে। বর্তমান পেক্ষাপটে কম্পোজ করাটাই টাইপিং এর কাজ।