পড়াশোনা
1 min read

বারিমণ্ডল কি? What is Hydrosphere in Bangla?

‘Hydrosphere’-এর বাংলা প্রতিশব্দ বারিমণ্ডল। ‘Hydro’ শব্দের অর্থ পানি এবং ‘Sphere’ শব্দের অর্থ মণ্ডল। আমরা জানি পৃথিবীর সব জায়গায় রয়েছে পানি। এ বিশাল জলরাশি পৃথিবীর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে যেমন– কঠিন (বরফ), গ্যাসীয় (জলীয়বাষ্প) এবং তরল। বায়ুমণ্ডলে পানি রয়েছে জলীয়বাষ্প হিসেবে, ভূপৃষ্ঠে রয়েছে তরল ও কঠিন অবস্থায় এবং ভূপৃষ্ঠের তলদেশে রয়েছে ভূগর্ভস্থ তরল পানি। সুতরাং বারিমণ্ডল বলতে বোঝায় পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণ।

বারিমণ্ডল কীভাবে বায়ুমণ্ডলকে নিয়ন্ত্রণ করে?
বারিমণ্ডল বায়ুমণ্ডলকে নিয়ন্ত্রণ করে। ভূপৃষ্ঠের প্রায় তিনভাগ (৭১ শতাংশ) এলাকা জুড়ে বারিমণ্ডল বিস্তৃত। আয়তনের এই বিশালতার কারণেই বারিমণ্ডল চাপ, তাপ, আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে। বারিমণ্ডলের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন ও দূরবর্তী অঞ্চলের জলবায়ু চরমভাবাপন্ন হয়ে থাকে। বারিমণ্ডলের উপর দিয়ে প্রবাহিত বায়ু জলীয়বাষ্পের সংস্পর্শে এসে বৃষ্টিপাত ঘটিয়ে তাপমাত্রা কমিয়ে রাখে। পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বণ্টনে বারিমণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Rate this post