সাময়িক বায়ু কাকে বলে? কত প্রকার ও কী কী?
দিনের যে কোন নির্দিষ্ট সময়ে অথবা বছরের কোন নির্দিষ্ট ঋতুতে যে বায়ু প্রবাহ জল ও স্থলভাগে তাপের তারতম্যের কারণে সৃষ্টি হয়, তাকে সাময়িক বায়ু বলে।
প্রকারভেদ : সাময়িক বায়ুকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা–
১. মৌসুমি বায়ু,
২. স্থাল ও সমুদ্র বায়ু,
৩. স্থানীয় বায়ু,
৪. উপত্যকা ও পার্বত্য বায়ু এবং
৫. অনিয়মিত বায়ু।
নিম্নে স্থল বায়ু ও সমুদ্র বায়ুর বিবরণ দেয়া হল।
স্থল বায়ুঃ সূর্যাস্তের পর স্থলভাগ সমুদ্রের চেয়ে দ্রুত শীতল হয়। ফলে স্থলভাগে তখন উচ্চ চাপ বিরাজ করে এবং এই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। একে স্থল বায়ু বলে।
সমুদ্র বায়ুঃ সকালের সূর্যতাপে উপকূলীয় অঞ্চলে স্থানীয় ভূমির তাপমাত্রা বেড়ে যায় এবং একটি নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে নিকটস্থ সমুদ্রের অপেক্ষাকৃত শীতল বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। একে সমুদ্র বায়ু বলে।