দ্রাঘিমা কাকে বলে? দ্রাঘিমার প্রয়োজনীয়তা কি?

গ্রীনিচের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে সে স্থানের দ্রাঘিমা বলে। গ্রীনিচের দ্রাঘিমা ০° ধরে পৃথিবীর পরিধিকে এক ডিগ্রি অন্তর অন্তর পূর্বে ১৮০টি এবং পশ্চিমে ১৮০টি ভাগে ভাগ করা হয়। প্রতি ডিগ্রি দ্রাঘিমাকে আবার মিনিট এবং সেকেন্ডে ভাগ করা হয়।

প্রয়োজনীয়তা : দ্রাঘিমাংশের সাহায্যে মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানের অবস্থান জানা যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *