বাসন্ত বিষুব ও শারদ বিষুব কাকে বলে?
বাসন্ত বিষুব : ২১ মার্চ তারিখে সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয় এবং উত্তর ও দক্ষিণ মেরু সূর্য হতে সমান দূরে থাকে। সূর্য ঠিক পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। এ দিন পৃথিবীর সর্বত্র দিনরাত সমান হয় অর্থাৎ ১২ ঘন্টা দিন এবং ১২ ঘন্টা রাত হয়। এদিন উত্তর গোলার্ধে বসন্ত কাল থাকে বিধায় এ দিনটিকে বাসন্ত বিষুব বলে।
শারদ বিষুব : পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে ২৩ সেপ্টেম্বর তার কক্ষপথের এমন এক স্থানে আসে যখন সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং উত্তর গোলার্ধ সূর্য হতে সমান দূরে থাকে। এদিন পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয় এবং উত্তর গোলার্ধে শরৎকাল থাকে বিধায় এ দিনটিকে শারদ বিষুব বলে।