বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়?
বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে ঊর্ধ্বাকাশে তা শীতল ও ঘনীভূত হয়ে সূক্ষ্ম জলকণারূপে বায়ুমণ্ডলের ধূলিকণাকে আশ্রয় করে ঊর্ধ্বাকাশে ভাসতে থাকে। একে মেঘ বলা হয়। তাপের হ্রাস ঘটলে শিশিরাঙ্ক উপস্থিত হয় এবং মেঘ মধ্যস্থিত জলকণা পরস্পরের সংস্পর্শে এসে অপেক্ষাকৃত বৃহদাকার জলবিন্দুতে রূপান্তরিত হয়ে ভূ-পৃষ্ঠে পড়ে। এভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়