কম্পন ম্যাগনেটোমিটার কি? এর ব্যবহার
কম্পন ম্যাগনেটোমিটার এমন একটি যন্ত্র, যার সাহায্যে কোনো স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য নির্ণয় করা যায়। এই যন্ত্রে কাঠের বাক্সের ভিতর রেশমের সুতার সাহায্যে একটি দন্ড চুম্বক ঝুলানো থাকে। অন্য একটি চুম্বক বাক্সটির কাছে এনে সরিয়ে নিলে ঝুলানো দন্ড চুম্বকটি দুলতে থাকে। দন্ড চুম্বকের দোলনকাল T বের করে এর সাহায্যে ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বের করা যায়।