সলিনয়েড (Solenoid) হলো কাছাকাছি বা ঘনসন্নিবিষ্ট অনেকগুলো পেঁচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তারকুণ্ডলী। একটি লম্বা অন্তরিত পরিবাহক তারকে স্প্রিং এর মতো বহুপাকে ঘনসন্নিবিষ্ট করে সাজালে বা কয়েল তৈরি করলে সলিনয়েড তৈরি হয়।
নিম্নধাপী ট্রান্সফরমার কোথায় ব্যবহৃত হয়?
নিম্নধাপী ট্রান্সফরমার- এর ব্যবহার হলোঃ
- অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করতে নিম্নধাপী ট্রান্সফরমার ব্যবহৃত হয়।
- নিম্নধাপী বা অবরোহী ট্রান্সফরমার ব্যবহৃত হয় নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যন্ত্রপাতি যেমন, রেডিও, টেলিভিশন, টেপরেকর্ডার, ভিসিআর, ভিসিপি, ঘড়ি ইত্যাদিতে।
- আমাদের দেশে বাসা বাড়িতে 220 ভোল্টেজ তড়িৎ প্রবাহ ব্যবহার করতে হয় কিন্তু সরবরাহকৃত তড়িতের বিভব বেশি থাকে বিধায় বাসা-বাড়িতে সংযোগ নেয়ার পূর্বে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহার করতে হয়