মহাকর্ষ ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে পার্থক্য কি?

মহাকর্ষ ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যের পার্থক্য নিচে দেওয়া হলো :

মহাকর্ষ ধ্রুবক

  • 1kg ভরবিশিষ্ট দুটি বস্তু 1m দূরত্বে থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে।
  • মহাকর্ষ ধ্রুবককে G দ্বারা প্রকাশ করা হয়।
  • মহাকর্ষ ধ্রুবক একটি সার্বজনীন ধ্রুবক বলে স্থানভেদে এর মান অপরিবর্তিত থাকে।
  • মহাকর্ষ ধ্রুবক G-এর মান হচ্ছে 6.674×10−11 Nm2kg−2
  • G-এর মাত্রা [L3M−1T−2]।

 

অভিকর্ষ ত্বরণ

  • অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে।
  • অভিকর্ষজ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়।
  • অভিকর্ষজ ত্বরণের মান সার্বজনীন নয় বলে এর মান স্থানভেদে পরিবর্তিত হয়।
  • অভিকর্ষজ ত্বরণ g এর মান হচ্ছে 9.8ms−2 বা 9.81ms−2
  • g-এর মাত্রা LT−2

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *