বেগ কি? বেগ কি রাশি? বেগের মাত্রা এবং একক কি?

admin
2 Min Read

বেগ (Velocity) হল সময়ের সাপেক্ষে কোন বস্তুর সরণের হার। নির্দিষ্ট দিকে বস্তুর দ্রুতিকেই তার গতিবেগ বা বেগ বলা হয়। সময়ের সাথে এই হারের পরিবর্তন না হলে সংশ্লিষ্ট বেগকে সুষম বেগ রূপে বিবেচনা করা হয়। যেমন, কোনো বস্তু নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে থাকলে এর বেগকে সুষম ধরা হবে।

বেগ কি? বেগ কি রাশি? বেগের মাত্রা এবং একক কি?

বেগ একটি ভেক্টর রাশি। বেগের মাত্রা, LT-1 এবং একক ms-1

সমবেগ
যদি কোনো বস্তুর গতিকালে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। অর্থাৎ কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে বস্তুর বেগকে সমবেগ বলে।
উদাহরণ : শব্দের বেগ, আলোর বেগ প্রভৃতি সমবেগের প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ। শব্দ নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে আর তা হচ্ছে 0°C তাপমাত্রায় বায়ুতে প্রতি সেকেন্ডে 332 m। শব্দ কোনো নির্দিষ্ট দিকে প্রথম সেকেন্ডে 332 m, দ্বিতীয় সেকেন্ডে 332 m এবং এরূপে প্রতি সেকেন্ডে 332 m করে চলতে থাকে। এখানে শব্দের বেগের মান ও দিক একই থাকায় শব্দের বেগ 332 ms−2 হলো সমবেগ।

বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য

বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

বেগ

  • নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে।
  • বেগ একটি ভেক্টর রাশি।
  • মান ও দিক উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয়।
  • নির্দিষ্ট দিকে দ্রুতিই হলো বেগ।

 

দ্রুতি

  • সরল বা বক্রপথে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে।
  • দ্রুতি একটি স্কেলার রাশি।
  • শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয়।
  • শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয়।
Share this Article
Leave a comment
x