পড়াশোনা
0 min read

কোন রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?

কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলে পরিমাণ, আর যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোন ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে।
যেহেতু একক ছাড়া কোনটি কোন ধরনের রাশি তা নির্ণয় করতে পারি না। তাই, কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয়।

4.3/5 - (3 votes)