পড়াশোনা
1 min read

প্যারা-ম্যাগনেটিক, ডায়া-ম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে?

প্যারা-ম্যাগনেটিক পদার্থঃ যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে খুব কম বা নগণ্য পরিমাণ আকর্ষিত হয় তাকে প্যারা-ম্যাগনেটিক পদার্থ বলে। যেমন : অ্যালুমিনিয়াম, প্লাটিনাম ইত্যাদি।

ডায়া-ম্যাগনেটিক পদার্থঃ যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে বিকর্ষিত হয় তাকে ডায়া-ম্যাগনেটিক পদার্থ বলে। যেমন : দস্তা, পারদ, পানি ইত্যাদি।

ফেরোম্যাগনেটিক পদার্থঃ যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে খুব বেশি আকর্ষিত হয় তাদেরকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। যেমন, লোহা, ইস্পাত ইত্যাদি।

5/5 - (3 votes)