পড়াশোনা
1 min read

এক্স রশ্মি কত প্রকার ও কি কি?

এক্স-রশ্মি দুই প্রকার। যথা-
১। কোমল এক্স-রশ্মি (Soft X-ray)
২। কঠিন এক্স-রশ্মি (Hard X-ray)
প্রযুক্ত বিভব পার্থক্য কম হলে যে এক্সরশ্মি পাওয়া যায় তাকে কোমল এক্স-রশ্মি বলে। এর ভেদন ক্ষমতা অত্যন্ত কম। আর প্রযুক্ত বিভব পার্থক্য বেশি হলে যে এক্সরশ্মি পাওয়া যায় তাকে কঠিন এক্স-রশ্মি বলে। এর ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি।

Rate this post