পড়াশোনা
1 min read

ঘনত্ব কি? ঘনত্বের একক কি?

ঘনত্ব পদার্থের একটি সাধারণ ধর্ম। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। ঘনত্বকে ρ দ্বারা প্রকাশ করা হয়। m ভরের কোনো বস্তুর আয়তন V হলে, ঘনত্ব হবে,

ঘনত্বের একক Kgm−3

এখানে যা শিখলাম–
ঘনত্ব কি?; ঘনত্ব কাকে বলে?; ঘনত্ব কি কি বিষয়ের উপর নির্ভরশীল?; ঘনত্বের একক কি?

Rate this post